শিরোনাম
◈ কক্সবাজারে ডাকাতদলের সঙ্গে র‍্যাবের গোলাগুলিতে নিহত ১ ◈ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেশে  ◈ শেখ হাসিনাই বাংলাদেশকে থাইল্যাণ্ডের এতো আপন করে তুলেছেন: থাই মিডিয়া ◈ ভোটকক্ষে লাইভ-সাক্ষাৎকার নেওয়া যাবে না: ইসি হাবিব ◈ পরিবহন ও যোগাযোগ খাতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা সরকারের ◈ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী ◈ গাড়ির ধাক্কায় শিশু নিহত: ডিএসসিসির চালকসহ ৩ কর্মী চাকরিচ্যুত ◈ রোহিঙ্গদের ফেরাতে অস্ট্রিয়ার কাছে সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন উদযাপনসহ দুই মামলার চার্জ শুনানি ২১ জুলাই ◈ স্কুল বন্ধে হাইকোর্টের আদেশে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, যাবেন আপিলে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৪, ০৮:০১ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৪, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবুল খাঁন, বান্দরবান: [২] বান্দরবানের রুমা এবং থানচি ব্যাংক ডাকাতি, অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর অস্ত্রলুটসহ সশস্ত্র হামলার ঘটনার সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টায় বান্দরবান সার্কিট হাউসে সামরিক ও বেসামরিকসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দুই ঘন্টাব্যাপী রুদ্ধদার মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

[৩] শনিবার বিকেলে বান্দরবান সার্কিট হাউসে পার্বত্য এলাকার আইন শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোন অবস্থায় পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে দেওয়া যাবে না। তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান পার্বত্য জেলা একসময় খুব শান্তিপ্রিয় ছিল। সম্প্রতি সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতি ও অস্ত্রলুটের মত বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছে।

[৪] এর আগেও এ সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার সন্ত্রাসী কার্যক্রম করে। এসব কার্যক্রম আমরা আন-চ্যালেঞ্জ হিসেবে নেব না। এদের পিছনে কোন ইন্দন আছে কিনা খতিয়ে দেখা হবে। এ সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ-এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী। 

[৫] সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ব্যাংক  ডাকাতির মত এ ঘটনায় কোন সংস্থা দায়িত্ব পালনে তাদের কোন ঘাটতি গাফিলতি ছিল কিনা ছিল কিনা তা খতিয়ে দেখে তদন্ত করে  ব্যবস্থা নেয়া হবে। বর্তমান সরকার জনগণের সরকার জনগণ চাইলে কেএমএফ এর সাথে আবারো শান্তি কমিটির সংলাপ হতে পারে। 

[৬] মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, বান্দরবান-৩০০ আসনের সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তাফিজুর রহমান, সচিব (সেবা),পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,বিজিবি প্রধান মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মাহাবুবুর রহমান, আনসার ভিডিপি"র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, বান্দরবান রিজিয়ন কমান্ডার মোঃ মেহেদি হাসান, বান্দরবান  জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীনসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ। সম্পাদনা: ইকবাল খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়