শাহীন খন্দকার: [২] বর্তমানে দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ যা গত বছরের সমান। রোববার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
[৩] আগারগাঁওয়ে সংস্থাটির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়।
[৪] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস ডিজি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন। এসময়ে মো. আলমগীর হোসেন জানান, ২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত আয়ুষ্কাল অপরিবর্তিত রয়েছে। গত বছর এ হার ছিল ৭২.৩ বছর, যা এই বছরও অপরিবর্তিত রয়েছে।
[৫] জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১দশমিক ৩৩ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১দশমিক ৪০ শতাংশ। পুরুষদের প্রথম বিবাহের গড় বয়স ২৪দশমিক ২ বছর এবং নারীদের ১৮দশমিক ৪ বছর।তিনি বলেন, বর্তমানে দেশে প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ১৭১ জন জনসংখ্যা বসবাস করে।
[৬] প্রতি হাজার জনসংখ্যায় স্থল জন্মহার ১৯দশমিক ৪ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১৯দশমিক ৮ শতাংশ। এছাড়া, প্রতি হাজার জনসংখ্যায় স্থল মৃত্যুহার ৬দশমিক ১ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৫দশমিক ৮ শতাংশ। তিনি আর বলেন, শিক্ষা, কর্মে কিংবা প্রশিক্ষণে নেই, এমন তরুণের সংখ্যা ২০২২ সালে ছিল ৪০দশমিক ৬৭ শতাংশ, যা ২০২৩ সালে ৩৯দশমিক ৮৮ শতাংশ হয়েছে।
[৭] অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও পরিসংখ্যান অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসকে/এনএইচ