শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৬ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্মি যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত: প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা

মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক

আনিস তপন: [২] সীমান্তে বহিঃশক্তি সম্পৃক্ত হতে যাচ্ছে বলে ধারণা করছি আমরা। তবে বাংলাদেশ সেগুলোতে নাক গলাবে ন। সশস্ত্র বাহিনী পার্ট অব ট্রেনিং সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।

[৩] প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিবসে প্রথম অধিবেশনে এসব কথা বলেন। 

[৪] তিনি বলেন, আমাদের জনগণের শান্তি ও রোহিঙ্গাদের শৃঙ্খলাপূর্ণভাবে রাখতে আমরা কাজ করছি। আর্মি যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত শুধু সীমান্ত বা মিয়ানমার নয়। আমরা সেখানে পূর্ণ প্রস্তত আছি। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সেটা মানবো। আর্মি পেশাদারিত্বের সাথে সবসময় প্রস্তুত থাকে। দেশের সংকটে সিভিল প্রশাসন ও আর্মি প্রশাসন একযোগে কাজ করবে।

[৫] তারিক আহমেদ সিদ্দিক আরও বলেছেন, সিভিল মিলিটারি সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে। আমরা কিভাবে আরও কাছাকাছি আসতে পারি দুটো উইং সেটার ওপরু গুরুত্ব দেয়া হয়েছে। সিভিল প্রশাসনকে আগে অবজ্ঞা করতেন। এখন এসব নেই। সম্পর্ক ভাল এখনও। 

[৬] আর্মির হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে প্রস্তাব এসেছে। মিয়ানমানমার সীমান্তে সিভিল মিলিটারি একসাথে কাজ করছে।

[৭] ডিসিরা বলেছেন পাশের দেশ থেকে এসে আমাদের ইলিশ ধরে নেয় এটা বন্ধে ডিসিরা ব্যবস্থা নিতে বলেছেন। আর্মির পক্ষ থেকে  বলা হচ্ছে চিনির গুদামে আগুনের জেরে বাজারে চিনির দর যেন না বাড়ে সে দিকে তদারকির আহবান। মিয়ানমার পরিস্থিতিতে তিন জেলার ডিসিরা আরও সহায়তা চেয়েছেন।

[৮] এখন দুটো প্রশাসনের মধ্যে সম্পর্ক ভাল। গত নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। আর্মি সিভিল প্রশাসন একযোগে কাজ করেছে। বর্ডারে প্রাণহানী বন্ধে কাজ করছে। স্মাগলিং বন্ধ হতে হবে। বর্ডার হাট করা হয় এটা বন্ধে। সীমান্তে হত্যা নয়। ইনসিডেন্ট ঘটে।

[৯] তিনি বলেন, ভোটের পরে  পরিস্থিতি ভাল আছে। আগুনে পোড়ার কারণে নানা রকম প্রভাব পড়ে অর্থনীতিতে পরোক্ষভাবে  প্রভাব পড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। সবাই যৌথভাবে কাজ করছে। অগ্নিকান্ডের ঘটনা নাশকতা কিনা উড়িয়ে দেয়া যায় না। যদিও ড্রাই সিজনে হয়। খতিয়ে দেখা উচিত। আরও অগ্নিকান্ড না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর।

[১০] ডিসিরা হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। বৈশ্বিক কারণে হেলিকপ্টার ব্যবহার কমিয়ে দিয়েছি। প্রয়োজনে আর্মির হেলিকপ্টার নিয়ম মেনে দায়িত্বপ্রাপ্তরা ব্যবহার করতে পারে বিধান আছে।

[১১] বৈঠক সূত্রে আরও জানা গেছে, কক্সবাজারসহ অন্যান্য আবহাওয়া কেন্দ্রে রাডার সিস্টেম আধুনিকায়ন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় সিগন্যাল বাতিঘর স্থাপন, জরুরি অবস্থা/প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞতা/দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আর্মি-সিভিল যৌথ মহড়া (Search & Rescue Drill) আয়োজন, আর্মি ও সিভিল প্রশিক্ষণ কোর্সসমূহে (NDC, ACAD) পরস্পরের প্রশিক্ষণার্থী বৃদ্ধিকরণ ও সীমান্ত সড়ক নির্মাণে সীমান্তবর্তী জেলা প্রশাসকবৃন্দের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে; > সিভিল-মিলিটারি গাইডেন্স এবং এ সম্পর্কিত SOP যুগোপযোগীকরণের বিষয়ে আলোচনা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

এটি/আইকে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়