শিরোনাম
◈ রিয়াল মা‌দ্রিদ ছে‌ড়ে দে‌বেন কোচ আন‌চেল‌ত্তি, কর্তৃপ‌ক্ষের সঙ্গে আলোচনায় বসবেন ◈ ‌‌‘পোপ ফ্রান্সিস জানতে চাইতেন কীভাবে মাইক্রোক্রেডিট মানুষের জীবনে পরিবর্তন আনে’ ◈ দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু ◈ সারাদেশের সব পলিটেকনিকে টানা এবার শাটডাউন ঘোষণা ◈ সরকার যেসব শর্ত দিয়েছে মানবিক করিডোরের জন্য  ◈ কাঙ্ক্ষিত বাণিজ্যের জন্য পাকিস্তান-বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা ◈ আমরা আরেকটা গাজা হতে চাই না: রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে ফখরুল (ভিডিও) ◈ অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন ◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২২, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় ১৯ হাজারের বেশি ‘অবৈধ’ অভিবাসী গ্রেপ্তার

গ্রেপ্তার

সঞ্চয় বিশ্বাস : মালয়েশিয়ায় চলতি বছরে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার (৪ নভেম্বর) সিনার হারিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে ইমিগ্রেশন পরিচালক খায়রুল জায়মি দাউদ এ তথ্য জানান। চ্যানেল২৪

সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৪৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই বছরের অভিযানে বেশির ভাগ অভিবাসীকে আবাসিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমিগ্রেশনের মহাপরিচালক বলেছেন, ২ হাজার ৭৪৮টি আবাসিক বাড়িতে অভিযান চারিয়ে ৩ নভেম্বর পর্যন্ত ৪ হাজার ৭৪৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। যা অন্যান্য স্থানের তুলনায় সর্বোচ্চ। 

তিনি আরও জানান, কন্ডমিনিয়াম এবং নির্মাণ সাইটে ১ হাজার ৩০টি অভিযান চালিয়ে ৪ হাজার ৬৭৯ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ম্যাসেজ হোম, জুয়া এবং বিনোদন কেন্দ্র, ব্যবসার জায়গা, বাজার, গাড়ি ধোয়া, নিরাপত্তা প্রহরীর স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার (৮ হাজার ৬৭৯ জন)। এর পরে মিয়ানমার (২ হাজার ৯৩৯ জন), বাংলাদেশ (২ হাজার ৭৬৭ জন), থাইল্যান্ড (১ হাজার ৩৯৬ জন) এবং ভারত (১ হাজার ২৬০ জন)। বাকিরা হলো ফিলিপাইন, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম এবং চীনসহ অন্যান্য দেশের। আটকদের মধ্যে ২৭২ অভিবাসন নিয়োগকর্তা।

ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল জায়মি দাউদ জানিয়েছেন, কোনো অবৈধ অভিবাসীকে রক্ষা করা বা সহানুভূতি বোধ করা জনগণের উচিত নয়। যারা এসব করবে তাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫ই এর অধীনে বিচার করা হবে এবং দোষী প্রমাণিত হলে ৫ হাজার রিঙ্গিত জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

এসবি২/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়