শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাগ্য বদলাতে আরব আমিরাতে যাওয়া আনোয়ারার রুবেল আর ফিরবে না

ভাগ্য বদলের আশায় এক বছর আগে দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। কিন্তু নতুন একটি কোম্পানিতে যোগ দেওয়ার আগের দিন হঠাৎ দুর্ঘটনা। মৃত্যুর সঙ্গে পাঁচদিনের লড়াই শেষ হলো মধ্যরাতে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত দুইটার সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।

রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার নুর মোহাম্মদের ছেলে। তিনি নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া রহ. স্মৃতি সংসদের প্রবাসী সদস্য।

স্বজনরা জানান, চার ভাই ও এক বোনের মধ্যে রুবেল সবার বড়। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের আশায় দুবাই গিয়েছিলেন তিনি।

শুরুতে একটি রেস্টুরেন্টের কাজ করতেন রুবেল। কিছুদিন আগে নতুন চাকরি নিয়েছিল অন্য একটি কোম্পানিতে। কিন্তু গত ৭ জুন ঈদের দিন বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন রুবেল। ৫ দিন ছিলেন আইসিইউতে। বৃহস্পতিবার রাত দুইটার সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ফুফাতো ভাই আলী আজম বলেন, নতুন চাকরিতে যোগদানের আগের দিন রাতে একটি মার্কেটের সামনে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন রুবেল। আহত অবস্থায় উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে নেওয়া হয়। ৫ দিন পর তিনি মারা যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়