সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: [২] শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
[৩] লায়েকুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
[৪] তিনি ঢাকায় জাতীয় দৈনিক সকালের খবর, দৈনিক কালেরকণ্ঠ সহ বেশ কিছু জাতীয় পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক রুপালী বাংলাদেশ নামে একটি প্রকাশিতব্য পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এছাড়া লায়েকুজ্জামান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন। একই সাথে ঢাকায় কর্মরত ফরিদপুর জেলার সাংবাদিকদের সংগঠন ফরিদপুর জার্নালিস্ট ফোরাম (এফজেএফডি)-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।
[৫] পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কর্মস্থল রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্তব্যরত অবস্থায় বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :