শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:১৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ

সাদ্দাম হোসেন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২] জেলার শৈলকুপায় চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে বেধড়ক মারধর ও তার বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। 

[৩] বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে সাদ্দাম হোসেন বাড়ি যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ বাজারে গেলে ওই এলাকার বখাটে সন্ত্রাসী বিপ্লব হোসেন ও তার চাচা তার উপর হামলা চালালে সে গুরুতর আহত হয়। সাদ্দামের স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ফের শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নির্দেশে তার সমর্থকরা সাদ্দামের বাড়িতে ঘরেও হামলা চালায়।

[৫] সাংবাদিক সাদ্দামের স্বজনরা জানায়, ২০২২ সালের প্রথম দিকে সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে বিরুপ মন্তব্য করত গাড়াগঞ্জ এলাকার বিপ্লব হোসেন নামের এক বখাটে। পরবর্তিতে চলতি বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেনকে সনাক্ত করে ধরে নিয়ে যায়। তখন সেই ঘটনার ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চায় সে।

[৬] সাংবাদিক সাদ্দাম সেই ঘটনায় থানায় জিডি করা ও পুলিশ অপরাধীকে আটক করার কারণে এ হামলা চালিয়েছে বলে জানায় সাদ্দামের সহকর্মীরা।

[৭] শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম এর কাছে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে পরবর্তী আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৮] এদিকে সাদ্দামের উপর এমন ন্যাক্কারজক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলায় কর্মরত সাংবাদিকরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। সুষ্ঠু তদন্ত ও বিচার না ফেলে মানব বন্ধনের কর্মসূচি ঘোষনা করা হবে বলেও হুশিয়ারি করেন সাংবাদিকরা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়