শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

মাহমুদুল হাসান তানভীর ও মোঃ মামুন শেখ

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর এবং সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা মোঃ মামুন শেখ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। সাথে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী। এর আগে সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

কার্যকরী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সাগর হোসেন (দ্য ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের রায়হান আহমেদ (জাগো নিউজ), সাংগঠনিক সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের মিনহাজুল ইসলাম (দৈনিক মানবকন্ঠ), কোষাধ্যক্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের জয়নুল হক (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলা বিভাগের ১৪তম ব্যাচের ইমরান হুসাইন (দৈনিক সমকাল)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য-১ পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাহাতাব লিমন (ঢাকা পোস্ট), কার্যনির্বাহী সদস্য-২ পদে একই ব্যাচ ও বিভাগের তৌফিকুর রহমান (দৈনিক আজকালের খবরের) নির্বাচিত হয়েছেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়