শিরোনাম
◈ বৃহস্পতিবার আবারও গুরুত্বপূর্ণ তিন মোড় অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের ◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিপিজেএ সভাপতি হারুণ, সম্পাদক লিথো নির্বাচিত

মনিরুল ইসলাম  : বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হারুন জামিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের শওকত আলী খান লিথো। 

শনিবার বাংলাদেশ সংসদ ভবনের এলডি হলে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার পর ভোট অনুষ্ঠিত হয়। সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে শুধু নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সহসভাপতি পদে ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে শাহজাহান মোল্লা, এবং দফতর সম্পাদক পদে নাজমুল ইসলাম তানিম আহমেদ নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন মশিউর রহমান , মনিরুল ইসলাম , রফিকুল ইসলাম সবুজ , জাহাঙ্গীর কিরণ, এবং হাবিবুর রহমান পঞ্চায়েত।

সভাপতি হারুন আল রশীদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক  নাফিজা দৌলার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) এমদাদুল হক।

উপপরিচালক নীলুফার ইয়াসমিন এবং সহকারী পরিচালক মো. শোয়াইব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী পরিচালক কুদরত উল হক নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়