শিরোনাম
◈ যে জেলাকে নিয়ে শেখ হাসিনা সবচেয়ে ভয়ে থাকত তার নাম কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ ◈ যে চেয়ারে বসে আছেন, দয়া করে তার প্রতি ন্যায়বিচার করুন: মোদীকে দিল্লির শাহী ইমাম ◈ রাজধানীর বাজারে হঠাৎ উধাও সয়াবিন তেল, নেপথ্যে কী? ◈ অভিনব প্রতিবাদ: টিএসসিতে উচ্চশব্দের প্রতিবাদে ভিসি বাংলোর সামনে গান বাজাচ্ছেন ২ হলের ছাত্রীরা ◈ পাকিস্তানিদের গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাড় দিলো বাংলাদেশ, তীব্র প্রতিক্রিয়া ভারতের ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও) ◈ সৌদি আরব সরকারের নতুন আইন, সুফল পাবে প্রসাসীরা ◈ ফের রাখাইনে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ ◈ শনিবার স্কুল খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় ◈ ভারতের হোটেলে থেকে বাংলাদেশি আম্পায়ার নাজিব রাসেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সংবাদপত্রের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ও শঙ্কাজনক’

স্বাধীন সাংবাদিকতার ওপর, সংবাদপত্রের ওপর যে আক্রমণ হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় ও শঙ্কাজনক বলে উল্লেখ করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

বৃহস্পতিবার নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান' শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মাহফুজ আনাম বলেন, '১৫ বছর স্বৈরশাসনের সময় সাংবাদিকতার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংস করা—তার কণ্ঠরোধ করার যে প্রক্রিয়া চলেছে, সেগুলোর আমরা একটা ইতি চাচ্ছি। এসব কিছু যেন আর বাংলাদেশে কখনো না হয়। দুর্ভাগ্যজনকভাবে আজকে নবরূপে স্বাধীন সাংবাদিকতার ওপর, সংবাদপত্রের ওপর যে আক্রমণ হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং শঙ্কাজনক।'

তিনি বলেন, 'আমরা অন্তর থেকে উপলব্ধি করি যে, রাজনৈতিক দল স্বাধীন সাংবাদিকতার বিরাট সহায়ক শক্তি। যারা রাজনীতি করবেন, তারা উপলব্ধি করবেন আপনাদের সহায়ক শক্তি স্বাধীন সাংবাদিকতা—মত প্রকাশের একটা নিরবচ্ছিন্ন পরিবেশ। সেই আকাঙ্ক্ষা থেকে আপনাদের বলা যে, স্বাধীন সাংবাদিকতা এখন হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার।'

তিনি আরও বলেন, 'আমরা—সম্পাদক পরিষদ এবং সাংবাদিকরা সব সময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করে এসেছি। গত সরকারের তিনটি নির্বাচন যে একেবারেই অগ্রহণযোগ্য ছিল, সেটারও আমরা মত প্রকাশের মাধ্যমে, এডিটোরিয়ালের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। সামনে যে নির্বাচন হবে এবং সামনে নতুন গণতান্ত্রিক পরিবেশ আসবে, সেখানেও আমি আন্তরিকভাবে বলতে চাই, আমরা সংবাদপত্র সম্পূর্ণভাবে সেই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, গণতন্ত্রকরণের যে প্রক্রিয়া সেটার সঙ্গে থাকব।'

'আপনারা যারা রাজনৈতিক দল করেন, তাদের মতপ্রকাশে আমরা হচ্ছি মাধ্যম। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব। সমালোচনা করতে দেয়নি বলেই আমি মনে করি, হাসিনা সরকারের পতন হয়েছে। সংবাদপত্র, ভিন্ন মত, বিশেষ সমালোচনামূলক তথ্য এবং মতামত নিলে উপকৃত হতো। আমরা সেই ধরনের পরিবেশ চাচ্ছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। সামনে গণতন্ত্র উন্মেষের যে বিরাট সম্ভাবনা, সেখানে রাজনৈতিক দলই মূল শক্তি। সেই শক্তির সহায়ক হিসেবে স্বাধীন সাংবাদিকতা,' যোগ করেন তিনি। সূত্র : ডেইলিস্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়