নীল ডানা মেলে উড়ে এসে বসে থাক
শাহজাহানের বুক চিড়ে বিষুবরেখায়
উত্তর মেরুর উত্তাপে নিরুত্তাপ শব্দেরা
এঁকে যাক জিরো গ্রাভিটির শ্রেষ্ঠ কবিতা
সাপের মাথায় ছক্কা মেরে
লিখে যাবে প্রেমের কোলাজ
সবুজ চোখ মাঠে-ময়দানে খুজে নেবে
‘র’ মেটেরিয়াল ভালোবাসা।
অবসরে ছাড়িয়ে দিও বাদামের খোসা
ফুচকার জলে আমিও মেশাবো এক কিউব বিশ্বাস
অসময়ের ক্লোরোফিল শুষে নাও
অ্যাট্র্যাকটিভ বিস্ফোরণে চোখ খুলে দেখো
আজও বন্ধ হয়নি পানশালা!
আপনার মতামত লিখুন :