শিরোনাম
◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২২, ০৭:৩০ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২২, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিনাবাদাম খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়

চিনাবাদাম

নিউজ ডেস্ক: বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে কম-বেশি সবারই জানা রয়েছে। আয়ুর্বেদ থেকে শুরু করে পুষ্টিবিদরা, সবাই পরামর্শ দিয়ে থাকেন এটি খাওয়ার জন্য। পুষ্টি উপাদানসমৃদ্ধ হওয়ায় এটি খাওয়ার ফলে নানা ধরনের উপকার পাওয়া যায়। পুষ্টিকর হওয়ায় নিয়মিত বাদাম খাওয়ার ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন উপকারিতা পাওয়া যায়।

আখরোট ও বাদামকে হার্টের জন্য স্বাস্থ্যকর উপাদান বলা হয়ে থাকে। এ কারণে বাদামে মনোযোগ দেয়া যেতে পারে। বিশেষ করে যাদের চর্বির রয়েছে। গবেষণায় বলা হয়েছে, চিনাবাদাম হার্টের জন্য খুবই ভালো। ঠিক যতটা অন্যান্য দামি বাদাম রয়েছে তার মতোই উপকারী।

নিয়মিত চিনাবাদাম খাওয়ার ফলে হৃদরোগ প্রতিরোধে অনেক উপকার পাওয়া যায়। এটি কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সহায়তা করে। এই বাদাম ছোট রক্তের জমাট বাঁধা বন্ধ করতে পারে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায়।

ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় বাদাম থেকে। প্রচুর প্রোটিনযুক্ত হওয়ায় কম ক্যালোরি দিয়ে পূর্ণ বোধ করতে সহায়তা করে। প্রোটিনের ক্ষেত্রে বাদামের মধ্যে চিনাবাদম দ্বিতীয়। গবেষণায় দেখা গেছে, যাদের খাদ্য তালিকায় পরিমাণ মতো চিনাবাদাম রয়েছে তাদের স্বাস্থ্য নিয়ন্ত্রণে থাকে। ক্ষুধাভাব নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে।

ডায়াবেটিস ঝুঁকি কমাতে চিনাবাদম ভালো উৎস হতে পারে। এটি একটি কম গ্লাইসেমিক জাতীয় খাবার। অর্থাৎ এটি খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে না। গবেষণা অনুযায়ী, চিনাবাদাম খাওয়া নারীদের মধ্যে ‘টাইপ টু’ ডায়াবেটিসের ঝুঁকি অনেক কম।

প্রদাহ হ্রাসেও এটি উপকারী। ফাইবারের জন্য ভালো একটি উৎস চিনাবাদম। শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। একই সঙ্গে পাচনতন্ত্রকে সাহায্য করে। চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়