শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৪, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৪, ১০:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিনে স্বাস্থ্যসম্মত খাবার

সাজিয়া আক্তার: রমজান শেষ হয়ে দরজায় করা নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই দিনে প্রায় প্রতিটি মুসলিমদের ঘরে ঘরে থাকে নানা রকম মজাদার খাবারের আয়োজন। কিন্তু সারা মাস রোজা থাকার পরে হঠাৎ ঈদের দিন অনেক রকম মুখরোচক খাবার আমাদের পেট সহ্য না-ও করতে পারে। তাই ঈদের দিনটিতেও খেতে হবে একটু রয়েসয়ে। ঈদের আয়োজনে রাখতে পারেন স্বাস্থ্যকর এই খাবারগুলো-

ফ্রুট স্মুথি

  • আপেল- ১টি
  • কিউবড পাইনাপেল- আধা কাপ
  • ব্লুবেরি- ১/২ কাপ
  • দুধ- ১ কাপ
  • মধু বা চিনি- স্বাদ অনুসারে
  • সব উপকরণ মিক্সারে ঢেলে স্মুথি তৈরি করুন। এটি খুবই স্বাস্থ্যকর খাবার।

স্যালাড ওমেলেট

  • ডিম- ২টি
  • পালং শাক -১ কাপ
  • টমেটো কিউব- ১/২ কাপ
  • কাটা পেঁয়াজ- ১/৪ কাপ
  • লাল মরিচ কিউব- ১/৪ কাপ
  • লবণ ও গোলমরিচ- স্বাদ অনুসারে
  • তেল বা মাখন- পরিমাণমতো।
  • একটি প্যানে তেল বা মাখনর দিয়ে সব সবজি হালকা ভেজে নিন। ডিম ফেটিয়ে দিন এবং সবজির উপর ঢেলে দিন। স্যালাড ওমেলেট তৈরি।

ভেজিটেবল চাওমিন

  • চাওমিন- ২ কাপ
  • লাল বেল পেপার কাটা- ১ কাপ
  • গাজর কাটা- ১ কাপ
  • কলমি শাক- ১ কাপ
  • পেঁয়াজ কাটা- ১/২ কাপ
  • গারলিক মিন্ট পেস্ট- ১ চা চামচ
  • সয়াসস সস- ২ চা চামচ
  • লবণ ও গোলমরিচ- স্বাদ অনুসারে
  • তেল- ২ টেবিল চামচ।

চাওমিন সেদ্ধ করে নিন। একটি প্যানে তেল গরম করে সব সবজি লবণ ও গোলমরিচ দিয়ে ভাজুন। সবজির উপর চাওমিন দিয়ে ঢেকে ঢেকে ২-৩ মিনিট রাখুন। সস দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়