শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ১৯ জুন, ২০২২, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২২, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

লিভার ক্যান্সারের ‘টেইস’ সেবায় উপকৃত হচ্ছেন রোগীরা

ডা. মামুন আল মাহতাব

ভূঁইয়া আশিক রহমান: ১৮ জুন, শনিবার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অনুষ্ঠিত হয়ে গেলো ফ্যাটি লিভার ও বাংলাদেশের লিভার চিকিৎসার সর্বশেষ আপডেট শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনার। অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আবুল বাশার, হসপিটাল সুপারইনটেনডেন্ট, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ ও সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র কনসালটেন্ট (গাইনী), ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানটিতে বাংলাদেশের লিভার বিভাগের সর্বশেষ আপডেট নিয়ে বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন হেড অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং ফ্যাটি লিভার নিয়ে বক্তব্য প্রদান করেন লিভার বিশেষজ্ঞ ডা. দেবরাজ মালাকার, রেসিডেন্ট ফিজিশিয়ান, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ।

লিভার ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন (টেইস), রেডিও ফ্রিকোয়েন্সি এ্যাবলেশন (আর.এফ.এ), লিভার ফেইলিওরের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি অটোলোগাস হেমোপয়েটিক স্টেমসেল ট্রান্সপ্ল্যান্টেশন, প্লাজমা এক্সচেঞ্জ ও লিভার ডায়ালাইসিসসহ অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলো যে বর্তমানে বাংলাদেশেও নিয়মিত করা হচ্ছে এবং এর ফলে রোগীরা উপকৃত হচ্ছেন, এ বিষয়গুলো অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল তার বক্তব্যে তুলে ধরেন। 

অনুষ্ঠানটিতে অন্যান্য লিভার বিশেষজ্ঞদের  মধ্যে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ডা. জাহাঙ্গীর আলম সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,  ডা. শেখ মোহাম্মদ নুরে আলম ডিউ, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,  ডা. মো. আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর, ডা. রোকসানা বেগম, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডা. পংকজ নাহা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সি.আর.ও বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর, হেলাল উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. মিনহাজ উদ্দিন আহমেদ, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়