শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০১:১৮ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজাবাসীর জন্য বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরিবহন বিমান থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাবার ফেলা হয়েছে। গাজায় প্রবেশমুখগুলো অবরোধ করে রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে অবরুদ্ধ গাজায় নির্বিচার বোমা হামলার কারণে মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোর এমন অভিযোগের পর এটাই গাজাবাসীর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথম সহায়তা দেওয়ার ঘটনা। সূত্র : আল জাজিরা

[৩] যুক্তরাষ্ট্র ও জর্ডানের বিমানবাহিনী একযোগে এ উদ্যোগ নিয়েছে। শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, গাজায় সম্মিলিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিমান থেকে খাবার ফেলা হয়েছে। চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার জন্যই এ উদ্যোগ। গাজার উপকূলীয় এলাকায় পণ্যবাহী সি-১৩০ বিমান থেকে ৩৮ হাজারের বেশি খাবারের প্যাকেট ফেলা হয়েছে। ওই এলাকায় বেসামরিক মানুষের ত্রাণ সংগ্রহের সুযোগ রয়েছে। প্রায় পাঁচ মাস ধরে চলা ইসরায়েলি গাজা উপত্যকা মানবিক সংকটের মুখোমুখি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড।

[৪] এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, গাজাবাসীর জন্য বিমান থেকে সহায়তাসামগ্রী ফেলবে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১১৬ সালে ফিলিস্তিনি নিহত হয়। এরপরই বাইডেন বিমান থেকে ত্রাণ ফেলার কথা জানান।

[৫] যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গত শুক্রবার জানান, পরবর্তী কয়েক সপ্তাহে গাজায় কয়েক দফায় বিমান থেকে সহায়তা সামগ্রী ফেলবে যুক্তরাষ্ট্র। জর্ডানের সঙ্গে সমন্বয় করে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। জন কিরবি জানান, ট্রাকের তুলনায় বিমানে করে সহায়তাসামগ্রী নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে। কেননা, নির্দিষ্ট এলাকায় সহজে ও দ্রুত বিমানে করে তা নিয়ে যাওয়া যায়। এ ছাড়া বাইডেন প্রশাসন সাইপ্রাস থেকে সমুদ্রপথে সহায়তাসামগ্রী গাজায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলেও জানান একজন মার্কিন কর্মকর্তা। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়