শিরোনাম
◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল ◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে? ◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধ হবে না:ইসরায়েল

ইওয়েভ গ্যালান্ট

সাজ্জাদুল ইসলাম : [২] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়েভ গ্যালান্ট লেবানন সীমান্তের কাছে আপার গ্যালিলির সাফেদে দেশটির উত্তরাঞ্চলীয় কমান্ড সদরদপ্তর পরিদর্শন করেন রোববার। এ সময় তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করার কথা বলেন। লেবাননের স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়। সূত্র : আনাদোলু

[৩] গ্যালান্ট বলেন, সপ্তাহান্তের অনেক ঘটনার পর আমি এই সদরদপ্তর দেখতে এসেছি। ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অবস্থানে হামলা চালানোর পর হিজবুল্লাহও এই সদরদপ্তরের ওপর হামলা চালায়।

[৪] তিনি বলেন, ‘হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রস্ততি এবং কিভাবে সবস্থানেই তাদের ওপর আমাদের গোলাবর্ষণের ক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা দেখতেই আমি এই সদরদপ্তর পরিদর্শনে এসেছি।’ গ্যালান্ট আরও বলেন, ‘আমরা হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের নেতাদের ওপর টার্গেট করে হামলা করছি। সামনেও আমরা তাদের ওপর আঘাত হানার এ অভিযান চালিয়ে যাব।’

[৫] ইসরায়েলের উগ্রবাদী প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘জিম্মিদের মুক্তির জন্য দক্ষিণ সীমান্তে (গাজা উপত্যকায়) সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হলে এ অঞ্চলে আমরা সংঘাত থামাবো বলে কেউ মনে করে থাকলে সে ভুল করবে।’ তিনি বলেন,‘আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্তু স্বতন্ত্রভাবে এ অঞ্চলে হামলা জোরদার করবো।’ গ্যালান্ট বলেন, আমাদের লক্ষ্য পরিস্কার, তাহল আমরা হিজবুল্লাহকে সামরিক শক্তি প্রয়োগ করে বা চুক্তির মাধ্যমে পিছু হটে যেতে বাধ্য করবো।’ সম্পাদনা: রাশিদ 
 

এসই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়