শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধ হবে না:ইসরায়েল

ইওয়েভ গ্যালান্ট

সাজ্জাদুল ইসলাম : [২] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়েভ গ্যালান্ট লেবানন সীমান্তের কাছে আপার গ্যালিলির সাফেদে দেশটির উত্তরাঞ্চলীয় কমান্ড সদরদপ্তর পরিদর্শন করেন রোববার। এ সময় তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করার কথা বলেন। লেবাননের স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়। সূত্র : আনাদোলু

[৩] গ্যালান্ট বলেন, সপ্তাহান্তের অনেক ঘটনার পর আমি এই সদরদপ্তর দেখতে এসেছি। ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অবস্থানে হামলা চালানোর পর হিজবুল্লাহও এই সদরদপ্তরের ওপর হামলা চালায়।

[৪] তিনি বলেন, ‘হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রস্ততি এবং কিভাবে সবস্থানেই তাদের ওপর আমাদের গোলাবর্ষণের ক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা দেখতেই আমি এই সদরদপ্তর পরিদর্শনে এসেছি।’ গ্যালান্ট আরও বলেন, ‘আমরা হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের নেতাদের ওপর টার্গেট করে হামলা করছি। সামনেও আমরা তাদের ওপর আঘাত হানার এ অভিযান চালিয়ে যাব।’

[৫] ইসরায়েলের উগ্রবাদী প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘জিম্মিদের মুক্তির জন্য দক্ষিণ সীমান্তে (গাজা উপত্যকায়) সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হলে এ অঞ্চলে আমরা সংঘাত থামাবো বলে কেউ মনে করে থাকলে সে ভুল করবে।’ তিনি বলেন,‘আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্তু স্বতন্ত্রভাবে এ অঞ্চলে হামলা জোরদার করবো।’ গ্যালান্ট বলেন, আমাদের লক্ষ্য পরিস্কার, তাহল আমরা হিজবুল্লাহকে সামরিক শক্তি প্রয়োগ করে বা চুক্তির মাধ্যমে পিছু হটে যেতে বাধ্য করবো।’ সম্পাদনা: রাশিদ 
 

এসই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়