শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধ হবে না:ইসরায়েল

ইওয়েভ গ্যালান্ট

সাজ্জাদুল ইসলাম : [২] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়েভ গ্যালান্ট লেবানন সীমান্তের কাছে আপার গ্যালিলির সাফেদে দেশটির উত্তরাঞ্চলীয় কমান্ড সদরদপ্তর পরিদর্শন করেন রোববার। এ সময় তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করার কথা বলেন। লেবাননের স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়। সূত্র : আনাদোলু

[৩] গ্যালান্ট বলেন, সপ্তাহান্তের অনেক ঘটনার পর আমি এই সদরদপ্তর দেখতে এসেছি। ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অবস্থানে হামলা চালানোর পর হিজবুল্লাহও এই সদরদপ্তরের ওপর হামলা চালায়।

[৪] তিনি বলেন, ‘হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রস্ততি এবং কিভাবে সবস্থানেই তাদের ওপর আমাদের গোলাবর্ষণের ক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা দেখতেই আমি এই সদরদপ্তর পরিদর্শনে এসেছি।’ গ্যালান্ট আরও বলেন, ‘আমরা হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের নেতাদের ওপর টার্গেট করে হামলা করছি। সামনেও আমরা তাদের ওপর আঘাত হানার এ অভিযান চালিয়ে যাব।’

[৫] ইসরায়েলের উগ্রবাদী প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘জিম্মিদের মুক্তির জন্য দক্ষিণ সীমান্তে (গাজা উপত্যকায়) সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হলে এ অঞ্চলে আমরা সংঘাত থামাবো বলে কেউ মনে করে থাকলে সে ভুল করবে।’ তিনি বলেন,‘আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্তু স্বতন্ত্রভাবে এ অঞ্চলে হামলা জোরদার করবো।’ গ্যালান্ট বলেন, আমাদের লক্ষ্য পরিস্কার, তাহল আমরা হিজবুল্লাহকে সামরিক শক্তি প্রয়োগ করে বা চুক্তির মাধ্যমে পিছু হটে যেতে বাধ্য করবো।’ সম্পাদনা: রাশিদ 
 

এসই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়