শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধ হবে না:ইসরায়েল

ইওয়েভ গ্যালান্ট

সাজ্জাদুল ইসলাম : [২] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়েভ গ্যালান্ট লেবানন সীমান্তের কাছে আপার গ্যালিলির সাফেদে দেশটির উত্তরাঞ্চলীয় কমান্ড সদরদপ্তর পরিদর্শন করেন রোববার। এ সময় তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করার কথা বলেন। লেবাননের স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়। সূত্র : আনাদোলু

[৩] গ্যালান্ট বলেন, সপ্তাহান্তের অনেক ঘটনার পর আমি এই সদরদপ্তর দেখতে এসেছি। ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অবস্থানে হামলা চালানোর পর হিজবুল্লাহও এই সদরদপ্তরের ওপর হামলা চালায়।

[৪] তিনি বলেন, ‘হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রস্ততি এবং কিভাবে সবস্থানেই তাদের ওপর আমাদের গোলাবর্ষণের ক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা দেখতেই আমি এই সদরদপ্তর পরিদর্শনে এসেছি।’ গ্যালান্ট আরও বলেন, ‘আমরা হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের নেতাদের ওপর টার্গেট করে হামলা করছি। সামনেও আমরা তাদের ওপর আঘাত হানার এ অভিযান চালিয়ে যাব।’

[৫] ইসরায়েলের উগ্রবাদী প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘জিম্মিদের মুক্তির জন্য দক্ষিণ সীমান্তে (গাজা উপত্যকায়) সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হলে এ অঞ্চলে আমরা সংঘাত থামাবো বলে কেউ মনে করে থাকলে সে ভুল করবে।’ তিনি বলেন,‘আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্তু স্বতন্ত্রভাবে এ অঞ্চলে হামলা জোরদার করবো।’ গ্যালান্ট বলেন, আমাদের লক্ষ্য পরিস্কার, তাহল আমরা হিজবুল্লাহকে সামরিক শক্তি প্রয়োগ করে বা চুক্তির মাধ্যমে পিছু হটে যেতে বাধ্য করবো।’ সম্পাদনা: রাশিদ 
 

এসই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়