শিরোনাম
◈ বাংলাদেশের নাম মুছে আইসিসির নতুন বিশ্বকাপ সূচি ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:২২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ২ বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত

সাজ্জাদুল ইসলাম: [২] রুশ বাহিনীর বিরুদ্ধে দুই বছরের যুদ্ধে এ সংখ্যক সেনা নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দুই বছর পূর্তির পরদিন রোববার যুদ্ধে সৈন্য হারানোর এই হিসাব দিলেন জেলেনস্কি। সূত্র : সিএনএন, রয়টার্স

[৩] গত এক বছরের বেশি সময় পর যুদ্ধে প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে সরকারিভাবে এ হিসাব প্রকাশ করা হলো। রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তবে এ যুদ্ধে তাদের কত সেনা আহত হয়েছেন, সে হিসাব দিতে পারছেন না। এর কারণ আহত সেনাদের সংখ্যা প্রকাশ করা হলে তা রাশিয়ার জন্য রণকৌশল গ্রহণে সহায়ক হতে পারে। 

[৪] জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩ লাখ বা দেড় লাখ নয়, ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা নিয়ে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) অবশ্য এমন নিয়ে মিথ্যাচার করছেন। সংখ্যা যাই হোক না কেন, তা আমাদের জন্য একটা অনেক বড় ক্ষতি।’

[৫] এর আগে সর্বশেষ ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, একই বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিজেদের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে রাশিয়া কোনো হিসাব দেয়নি। তারা বিষয়টিকে গোপন বলে মনে করে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়