শিরোনাম
◈ বৃহস্পতিবার আবারও গুরুত্বপূর্ণ তিন মোড় অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের ◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:২২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ২ বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত

সাজ্জাদুল ইসলাম: [২] রুশ বাহিনীর বিরুদ্ধে দুই বছরের যুদ্ধে এ সংখ্যক সেনা নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দুই বছর পূর্তির পরদিন রোববার যুদ্ধে সৈন্য হারানোর এই হিসাব দিলেন জেলেনস্কি। সূত্র : সিএনএন, রয়টার্স

[৩] গত এক বছরের বেশি সময় পর যুদ্ধে প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে সরকারিভাবে এ হিসাব প্রকাশ করা হলো। রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তবে এ যুদ্ধে তাদের কত সেনা আহত হয়েছেন, সে হিসাব দিতে পারছেন না। এর কারণ আহত সেনাদের সংখ্যা প্রকাশ করা হলে তা রাশিয়ার জন্য রণকৌশল গ্রহণে সহায়ক হতে পারে। 

[৪] জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩ লাখ বা দেড় লাখ নয়, ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা নিয়ে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) অবশ্য এমন নিয়ে মিথ্যাচার করছেন। সংখ্যা যাই হোক না কেন, তা আমাদের জন্য একটা অনেক বড় ক্ষতি।’

[৫] এর আগে সর্বশেষ ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, একই বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিজেদের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে রাশিয়া কোনো হিসাব দেয়নি। তারা বিষয়টিকে গোপন বলে মনে করে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়