শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:২২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ২ বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত

সাজ্জাদুল ইসলাম: [২] রুশ বাহিনীর বিরুদ্ধে দুই বছরের যুদ্ধে এ সংখ্যক সেনা নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দুই বছর পূর্তির পরদিন রোববার যুদ্ধে সৈন্য হারানোর এই হিসাব দিলেন জেলেনস্কি। সূত্র : সিএনএন, রয়টার্স

[৩] গত এক বছরের বেশি সময় পর যুদ্ধে প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে সরকারিভাবে এ হিসাব প্রকাশ করা হলো। রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তবে এ যুদ্ধে তাদের কত সেনা আহত হয়েছেন, সে হিসাব দিতে পারছেন না। এর কারণ আহত সেনাদের সংখ্যা প্রকাশ করা হলে তা রাশিয়ার জন্য রণকৌশল গ্রহণে সহায়ক হতে পারে। 

[৪] জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩ লাখ বা দেড় লাখ নয়, ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা নিয়ে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) অবশ্য এমন নিয়ে মিথ্যাচার করছেন। সংখ্যা যাই হোক না কেন, তা আমাদের জন্য একটা অনেক বড় ক্ষতি।’

[৫] এর আগে সর্বশেষ ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, একই বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিজেদের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে রাশিয়া কোনো হিসাব দেয়নি। তারা বিষয়টিকে গোপন বলে মনে করে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়