শিরোনাম
◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকা ও লাটিন আমেরিকায় মার্কিন উপনিবেশ গড়ার আহ্বান ব্লাকওয়াটার প্রতিষ্ঠাতার 

সাজ্জাদুল ইসলাম: [২] ব্লাকওয়াটার এর প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স তার পোডকাষ্ট ‘অফ লেশ’ এ নিজের পেশাগত মতামত প্রকাশকালে বলেছেন, সারা বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যারা নিজেরা নিজেদেরকে শাসন করার ক্ষমতা রাখে না। সূত্র: দ্য ইন্টারসেপ্ট, আল-মায়েদিন

[৩] সাবেক নেভি সিল সদস্য ও কুখ্যাত ভাড়াটিয়া বাহিনী ব্লাকওয়াটারের প্রতিষ্ঠাতা প্রিন্স আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ কব্জা করতে তাদের ওপর পুণরায় মার্কিন সাম্রাজ্যবাদি হ্যাট লাগিয়ে দেওয়া দরকার হয়ে পড়েছে। প্রিন্স নিজেকে কিংফিশ বা মাছরাঙ্গা বলতে পছন্দ করেন। তিনি বেসরকারি নিরাপত্তা শিল্প পুণরুজ্জীবনের নেপথ্য নায়ক হিসেবে কাজ করেছেন।

[৪] ব্লাকওয়াটার গঠন এবং ইরাক যুদ্ধে ভূমিকার কারণে কুখ্যাতিপ্রাপ্ত প্রিন্স আরেকটি নিরাপত্তা কোম্পনিও প্রতিষ্ঠা করেন যার নাম রিফলেক্স রেসপন্সেস বা আ-টু। কুখ্যাতি থেকে রক্ষা পেতে তিনি ব্লাকওয়াটার কোম্পানিটি বিক্রি করে দেন।

[৫] সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন যু্েদ্ধর জন্য গোপনে ব্লাকওযাটার ও আরটু উভয় কোম্পানিকে ভাড়া করেছিল বলে অভিযোগ রয়েছে। ইরাকে হাজার হাজার মানুষ হত্যা করেছে এই ব্লাকওয়াটার যা মার্কিন সেনাদের চেয়ে অনেক বেশি। ব্লাকওয়াটার তাদের কোম্পানিতে সেনা ও কমান্ডার হিসেবে কলাম্বিয়া ও অন্যান্য লাটিন আমেরিকান সামরিক কর্মকর্তাদের নিয়োগ করতো।

[৭] গত সপ্তাহের ওই পোডকাস্টে প্রিন্স বলেন, তার মতে ওইসব দেশ নিজেদের শাসন করার ক্ষমতা রাখে না, তাই যুক্তরাষ্ট্রের দখল ও শাসনাধীনে আনা উচিৎ। এ ব্যাপারে তিনি আফ্রিকার উদাহরণ দিয়ে বলেন, ওরা নিজেদের শাসন করতে সক্ষম নয়। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়