শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪০ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনে স্বর্ণখনিতে ধসে নিহত ৫৪, নিখোঁজ ৬৩

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছে একটি পার্বত্য গ্রামের স্বর্ণখনিতে এ ধসের ঘটে। আহত অবস্থায় ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। দাভাও দে ওরো প্রদেশ প্রশাসনের কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি রোববার জানান, কয়েক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টিপাতের পর গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ধস নামে ওই স্বর্ণখনিতে। তার কিছু সময় পরই উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

[৩] এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, ‘দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩শ’রও বেশি কর্মী ওই খনিতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। গত ৫ দিনে ৫৪ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও অন্যরা আটকা পড়ে আছেন।’ দুইটি বাসের জন্য অপেক্ষা করার সময় এসব ব্যক্তি ভূমিধসে চাপা পড়েন। তিনি বলেন, ‘ওই এলাকায় থেকে ভারী বর্ষণ হচ্ছে। কাদায় পুরো খনি এলাকা ঢেকে গেছে এবং আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।’

[৪] কাদা-জঞ্জালের তলায় চাপা পড়াদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ম্যাকাপিলি বলেন, ‘তেমন সম্ভাবনা খুবই কম। তবে আমাদের উদ্ধারকারী বাহিনীর কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

[৫] ভূমি ধসের সময় পাহাড়ের ঢালের ৭০০ মিটার নীচে পাথর, মাটি ও গাছপালা ভেঙ্গে পড়ে। এতে প্রায় ২২ একর এলাকা এসবের নিচে চাপা পড়ে। এর কাছেই এপেক্স মাইনিং কোম্পানির স্বর্ণ খনিটি অবস্থিত।

[৬] স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার তিন বছরের একটি মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই এলাকা থেকে ১১০০ পরিবারকে নিরাপত্তার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে ভূমিকম্পে এলাকাটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল।

এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়