ববি বিশ্বাস: [২] গুজরাটের খাভদা অঞ্চলের লবণ মরুভূমি এলাকা ঘেষে গড়ে ওঠা এই নবায়নযোগ্য শক্তি কেন্দ্রটি বছরে ৩০ গিগাওয়াট বিদ্যুত উৎপাদন করবে । এর মাধ্যমে প্রায় ২ কোটি ভারতীয় বাড়ি বিদ্যুতায়িত হবে। সূত্র: এবিসি নিউজ
[৩] এটি ভারতের ৫০০ গিগাওয়াট পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের যাত্রায় একটি মাইলফলক। দেশটি বর্তমানে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে তৃতীয় বৃহত্তম গ্রীণ-হাউজ নির্গমনকারী।
[৪] বর্তমানে ভারত কয়লা থেকে দেশটির ৭০ শতাংশ বিদ্যুত উৎপন্ন করে। এপির গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী, আনুমানিক ৪,০০০ শ্রমিক এবং ৫০০ প্রকৌশলী এই প্রকল্পটির জন্য কাজ করে যাচ্ছে।
[৬] ২২৬ কোটি ডলার সমমূল্যের এ প্রকল্পটি ৭২৬ বর্গ কিলোমিটার (২৮০ বর্গ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত যা সিঙ্গাপুরের আয়তনের সমান।
[৭] তবে পরিবেশবিদ আভি ভ্যানাকের মতে, পাওয়ার প্ল্যান্ট নির্মাণের এই সিদ্ধান্ত ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’, কারণ লবণ মরুভূমি ফ্ল্যামিঙ্গো, ডেজার্ট ফক্স ও পরিযায়ী পাখির অভয়ারণ্য। এতে করে এসকল প্রাণীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে।
[৮] উল্লেখ্য, এই কেন্দ্রটি নির্মাণ করছে আদানি গ্রুপ। সম্পাদনা: ইকবাল খান
বিবি/আইকে/এআরএস
আপনার মতামত লিখুন :