শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়েতে গণতন্ত্র ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইকবাল খান: [২] সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, জিম্বাবুয়েতে গণতন্ত্রকে ক্ষুণ্ন করার জন্যে একটি নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করছি। এই নীতি অনুযায়ি মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ব্যক্তিরা গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে বলে মনে করে সেসব ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।

[৩] বিবৃতিতে বলা হয়েছে, জিম্বাবুয়েতে গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে এমন ধরনের কর্মকাণ্ড যার মধ্যে রয়েছে নির্বাচনী প্রক্রিয়া বিনষ্ট করা বা নির্বাচনে কারচুপি, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা বা ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া; রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরত থাকতে বাধ্য করা; গণতান্ত্রিক, শাসন, বা মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনায় নিয়োজিত নাগরিক সমাজের সংগঠনগুলোর(সিএসও) কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয়া; ভোটার, নির্বাচনী পর্যবেক্ষক বা সিএসও’সকে হুমকি কিংবা শারীরিক সহিংসতার মাধ্যমে ভয় দেখানোর মতো বিষয়।

[৪] জিম্বাবুয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে এমন যে কেউ - ২০২৩ সালের আগস্টের নির্বাচন চলাকালীন এবং তারপরে হলেও- এই নীতি অনুযায়ি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এইসব ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার অধীন হতে পারেন।

[৫] বিবৃতিতে আরও বলা হয়, ওইসব কর্মকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেই এই ভিসা নিষেধাজ্ঞা নীতি কার্যকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জিম্বাবুয়ের জনগণের আকাঙ্খাকে সমর্থন করে যাতে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন হবে এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষাকে শক্তিশালী করবে।

আইকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়