শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৩১ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইজারে হামলায় ১২ সেনা, ১০০ বিদ্রোহী নিহত

সাজ্জাদুল ইসলাম: [২] পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত বৃহস্পতিবার সকালে মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্যদের ওপর হামলা চালায়। এতে ৭ জন সৈন্য নিহত হয়। হামলার শিকার সেনাদের সাহায্য করতে যাওয়ার সময় অন্য ইউনিটের ৫ সৈন্য গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এসময় বিদ্রোহীদের হামলায় ১২ সেনা সদস্য নিহত হয়। সূত্র: আল-অ্যারাবিয়া, রয়টার্স

[৩] রাজধানী মিয়ামি থেকে প্রায় ১৯০ কিলোমিটার (১১৮ মাইল) দূরে মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত কান্দাদজিতে এই হামলার ঘটনা ঘটে। 

[৪] এই এলাকাটি গত কয়েক বছরে সাহেল অঞ্চলে ইসলামি বিদ্রোহীদের তৎপরতার মূলকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। অঞ্চলটিতে সক্রীয় আল কায়েদা এবং ইসলামিক স্টেটের স্থানীয় সহযোগীরা প্রায়ই হামলা চালিয়ে থাকে।

[৫] নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সেনাদের পাল্টা আক্রমনে প্রায় ১শ’ বিদ্রোহী নিহত হয়েছে। তাদের মোটরবাইক ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। 

[৬] অন্যদিকে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নাইজারের সেনাবাহিনী স্থল সেনাদের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে পাল্টা হামলা চালিয়ে বিদ্রোহীদের আক্রমণের জবাব দেয়। হেলিকপ্টারগুলোর মধ্যে একটিতে বিদ্রোহীরা আঘাত হানলেও সেটি ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়। 

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়