শিরোনাম
◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৫:৩২ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে নারী শিক্ষা প্রচারক গ্রেপ্তার 

মাতিউল্লাহ ওয়েসা

তারিক আল বান্না: আফগানিস্তানে নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ বন্ধের আইন আগেই পাশ করেছে ক্ষমতাসীন তালিবান সরকার। এবার মাতিউল্লাহ ওয়েসা নামে দেশের একজন খ্যাতনামা নারী শিক্ষানুরাগী ও প্রচারককে আটক করেছে তালিবান বাহিনী।

তালিবানরা ক্ষমতায় বসার পর বিভিন্ন আইন প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে নারীদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্নকরণ করে ফেলেছে। ফলে তারা অনেকটাই গৃহবন্দী অবস্থায় রয়েছে। তাদের নেওয়া নানা সিদ্ধান্তের অন্যতম হচ্ছে, সকল বয়সী নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধকরণ। তবে এই অবস্থার পরিবর্তনের জন্য যারা ভেতরে ভেতরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, গোপনে নারীদের শিক্ষার ব্যবস্থাও করেছেন, তাদেরই  একজন এই মাতিউল্লাহ। 

৩০ বছর বয়সী মাতিউল্লাহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে সকল শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রচারণা চালাচ্ছিলেন বলে ইতোমধ্যে কয়েক দফা হুমকি পেয়েছেন। অবশ্য তালিবানরা মাতিউল্লাহকে আটকের কোনো কারণ জানায়নি। 

তাকে আটকের ঘটনায় সারা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষানুরাগী ও শিক্ষা প্রচারকদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নারী শিক্ষা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি তোলায় এবং গোপনে গোপনে নারীদেরকে লেখাপড়ার বই সরবরাহ করার জন্য গত ফেব্রুয়ারি মাসে রাজধানী কাবুল থেকে অধ্যাপক ইসমাইল মাশালকে আটক করে তালিবানরা। তবে গত ৫ মার্চ তিনি মুক্তি পান। এরপর থেকে তিনি অনেকটা নিরব ভূমিকায় রয়েছেন। 

উল্লেখ্য, ২০২১ সালে তালিবান সরকার দেশে নারী শিক্ষা নিষিদ্ধ করেছে। এদিকে, আফগানিস্তানে জাতিসংঘ মিশন মাতিউল্লাহকে আটকের কারণ জানতে চেয়েছে সরকারের কাছে। ঐ বছরের সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে শুধুমাত্র বালক শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকরা সেখানে প্রবেশের অধিকার পায়। নারীদের অবশ্য সেই অধিকার দেওয়া হয়নি।

টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়