শিরোনাম
◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০২:৩৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানের চারপাশে চীনের ১০ যুদ্ধবিমান ও নৌবাহিনীর দুই জাহাজ

যুদ্ধবিমান

ইমরুল শাহেদ: মঙ্গলবার তাইওয়ান এগুলো শনাক্ত করে। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান নিউজকে জানিয়েছে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা তারা দেশটির চারপাশে ঘোরাফেরা করেছে। তাইওয়ান নিউজ

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানও এয়ারক্রাফট, নৌবাহিনীর জাহাজ ও স্থল ক্ষেপনাস্ত্রের মাধ্যমে ঘটনা পর্যবেক্ষণে রেখেছে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মির ১০টি এয়ারক্রাফটের তিনটি শনাক্ত হয় আকাশ প্রতিরক্ষা অঞ্চলে। 

তাইওয়ান নিউজ বলেছে, শানাক্সি ওয়াই-৮ একটি যুদ্ধবিমান ও হারবিন বিজেডকে-০০৫ ড্রোন আকাশসীমার দক্ষিণ পশ্চিমে শনাক্ত হয়। আর হারবিন জেড-৯ হেলিকপ্টার শনাক্ত হয় আকাশসীমার দক্ষিণ পূর্ব দিকে।

চলতি মাসে এ পর্যন্ত চীনের ২৯২টি যুদ্ধ বিমান ও নৌবাহিনীর ৭৬টি জাহাজ তাইওয়ানের চারপাশে শনাক্ত করা হয়েছে।

চীন-তাইওয়ানের বিরোধ বেশ পুরনো। তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। তাইওয়ান নিয়ে এক নীতি অবস্থানে রয়েছে তারা। তবে, তাইওয়ান চায় স্বাধীনতা, স্বশাসন। এ বিরোধে তাইওয়ানের পাশে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তাই এ বিরোধ এখন আর আঞ্চলিক ভূ-রাজনৈতিক নয়, বরং আন্তর্জাতিক রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অপরদিকে, তাইওয়ান প্রণালীতে বিদেশি হস্তক্ষেপ পছন্দ নয় চীনের।

আইএম/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়