শিরোনাম
◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক সংঘাতের সর্বোচ্চ ঝুঁকি: রাশিয়া

সের্গেই রিয়াবকভ

সাজ্জাদুল ইসলাম: রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কয়েক দশকের মধ্যে পারমাণবিক সংঘাতের ঝুঁকি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মস্কো কার্যত ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে প্রকাশ্যেই সংঘাতের মধ্যে আছে বলে বুধবার হুঁশিয়ার করে দেন তিনি। ইকনোমিস্ট, রয়টার্স

দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন চলছে।  গত বছর ইউক্রেনে রুশ হামলা শুরুর পর তার আরো অবনতি ঘটে। ফেব্রুয়ারিতে মস্কো ওয়াশিংটনের সঙ্গে কার্যকর থাকা সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিত করে।

চুক্তিটি স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়েছে। বিশ্বের পারমাণবিক ওয়ারহেডের প্রায় ৯০ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে রয়েছে যা পৃথিবীকে বহুবার ধ্বংস করার জন্য যথেস্ট।

‘এ ওয়ার্ল্ড উইদাউট স্টাটর্ : ওয়াটস নেক্সট’ শীর্ষক এক অনুষ্ঠানে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ বলেন, আপাতত রাশিয়ার চুক্তিটি পুনর্বহাল করার ‘প্রশ্নই আসে না’। মস্কোর প্রতি ওয়াশিংটনের বৈরি আচরণের সমালোচনা করে তিনি বলেন,“পারমাণবিক সংঘাত বেধে যাওয়ার সম্ভাবনা আজ বেশি কিনা সে আলোচনায় আমি যাব না, তবে গত কয়েক দশকে যে আশংকা ছিল তার তুলনায় এখন ঝুঁকি অনেক বেশি।”

রাশিয়া বিশ্বকে ‘নিরাপদ এবং মুক্ত’ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ; কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কো কার্যত প্রকাশ্যেই সংঘাতে থাকায় পরিস্থিতি যথানিয়মে নাও চলতে পারে বলে হুঁশিয়ার করে দেন রিয়াবকভ। ইউক্রেন যুদ্ধের একবছর পার হয়েছে। ক্রেমলিন বারবারই ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে, কিয়েভকে অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে অংশ নিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে তাদের অস্তিত্বের লড়াই বলে দাবি করছে। বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ই পারমাণবিক যুদ্ধ কখনোই না লড়ার কথা বলে এসেছে। কিন্তু ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

এসআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়