সাজ্জাদুল ইসলাম: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন সংকট নিরসন ’যৌক্তিক উপায়ে’ করার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার দিন শেষে রাশিয়া সফরে মস্কো যাওয়ার আগে তিনি এ আহ্বান জানান। তবে শি স্বীকার করেছেন যে, ইউক্রেন সংঘাতের সমাধানে সহজ হবে না। আল-জাজিরা
ওাশিয়ার দৈনিক রোসিসকিয়া গেজেটকে লেখা এক নিবন্ধে গত মাসে চীনের দেয়া ১২ দফা রাজনৈতিক নিস্পত্তির প্রস্তাবের ভিত্তিতে এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে। রুশ সরকার পত্রিকাটি প্রকাশ করে। শি’র নিবন্ধে বলা হয়, তাদের এ দলিল সংকট প্রশমন ও রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গঠনমূলক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন যে, এমন একটি জটিল সমস্যার কোন সহজ সমাধান সম্ভব নয়।
চীনের প্রেসিডেন্ট বলেন, তাদের দলিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্ভবত অধিকাংশের মনোভাবের প্রতিফলন ঘটেছে। ইউক্রেন যুদ্ধ শুরু ও পুতিনের বিরুদ্ধে কয়েকদিন আগে জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পর শি প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন। ইউক্রেনে হামলার কয়েকদিন আগে পুতিন চীন সফর করেছিলেন। সে সময় শি’র সঙ্গে তিনি বৈঠক করেছিলেন।
পুতিন ইউক্রেন সংঘাত নিরসনে চীনের গঠনমূলক ভূমিকাকে স্বাগত জানিয়েছেন। তিনি শি’র সাথে তার আজ সোমবারের বৈঠকের ব্যাপারে ‘অনেক কিছু প্রত্যাশা’ করছেন। চীনা পত্রিকায় লেখা এক নিবন্ধে বলেন যে, শি’র এ সফর ‘সার্বিকভাবে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে।’ তিনি বলেন যে, চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।’
এসআই/এএ