শিরোনাম
◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে?

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৪:৪১ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌক্তিক উপায়ে’ ইউক্রেন সংঘাতের অবসানের আহ্বান শি’র 

শি জিনপিং

সাজ্জাদুল ইসলাম: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন সংকট নিরসন ’যৌক্তিক উপায়ে’ করার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার দিন শেষে রাশিয়া সফরে মস্কো যাওয়ার আগে তিনি এ আহ্বান জানান। তবে শি স্বীকার করেছেন যে, ইউক্রেন সংঘাতের সমাধানে সহজ হবে না। আল-জাজিরা

ওাশিয়ার দৈনিক রোসিসকিয়া গেজেটকে লেখা এক নিবন্ধে গত মাসে চীনের দেয়া ১২ দফা রাজনৈতিক নিস্পত্তির প্রস্তাবের ভিত্তিতে এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে। রুশ সরকার পত্রিকাটি প্রকাশ করে। শি’র নিবন্ধে বলা হয়, তাদের এ দলিল সংকট প্রশমন ও রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গঠনমূলক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন যে, এমন একটি জটিল সমস্যার কোন সহজ সমাধান সম্ভব নয়।

চীনের প্রেসিডেন্ট বলেন, তাদের দলিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্ভবত অধিকাংশের মনোভাবের প্রতিফলন ঘটেছে। ইউক্রেন যুদ্ধ শুরু ও পুতিনের বিরুদ্ধে কয়েকদিন আগে জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পর শি প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন। ইউক্রেনে হামলার কয়েকদিন আগে পুতিন চীন সফর করেছিলেন। সে সময় শি’র সঙ্গে তিনি বৈঠক করেছিলেন।

পুতিন ইউক্রেন সংঘাত নিরসনে চীনের গঠনমূলক ভূমিকাকে স্বাগত জানিয়েছেন। তিনি শি’র সাথে তার আজ সোমবারের বৈঠকের ব্যাপারে ‘অনেক কিছু প্রত্যাশা’ করছেন। চীনা পত্রিকায় লেখা এক নিবন্ধে  বলেন যে, শি’র এ সফর ‘সার্বিকভাবে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে।’ তিনি বলেন যে, চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।’

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়