শিরোনাম
◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্ভ অবস্থা বা প্রসবকালে প্রতি দু’মিনিটে একজন মা মারা যান: জাতিসংঘ

সাজ্জাদুল ইসলাম: গর্ভ অবস্থা বা সন্তান প্রসবকালীন জটিলতার কারণে বিশ্বে প্রতি ২ মিনিটে একজন করে মা মারা যান। অবশ্য গত ২০ বছরে মাতৃ মৃত্যুর এ হার এক তৃতীয়াংশ কমেছে। জাতিসংঘ আজ বৃহস্পতিবার এখবর জানায়। বিবিসি

২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মৃত্যুর হার বেশ কমে তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তা একই রকমের রয়েছে। কোন কোন অঞ্চলের অবস্থা ভিন্ন রকমের। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ও অন্যন্য সংস্থা জানায় গত ২০ বছরে মাতৃ মৃত্যুর হার ৩৪.৩ শতাংশ কমেছে। ২০০০ সালে প্রসবকালে প্রতিলাখে ৩৩৯ জন এবং ২০২০ সালে প্রতি লাখে ২২৩ জন মায়ের মৃত্যু হয়েছে। তৎসত্ত্বেও এর অর্থ হলো ২০২০ সালে প্রায় ৮০০ মা মারা গেছেন। যার অর্থ প্রতি ২ মিনিটে একজন মা মারা গেছেন। বেলারুশে মাতৃ মৃত্যুর হার সবচেয়ে বেশি ৯৫.৫  শতাংশ কমেছে। ভেনেজুয়েলায় সবচাইতে বেশি মাতৃ মৃত্যু ঘটেছে ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে। যুক্তরাষ্ট্রে ব্যাপক বৃদ্ধি পেয়েছে মাতৃ মৃত্যুর হার।

ডব্লিউএইচও জানায়. প্রত্যেক নারীর গর্ভ অবস্থা হলো আনেক আশা ও ইতিবাচক অভিজ্ঞতার সময়। কিন্তু বিশ্বের অনেক অঞ্চলে এ লাখ লাখ নারী এখনো এ সময়ে করুণ অবস্থার শিকার হন। ইউরোপ ও উত্তর আমেরিকা মাতৃ মৃত্যুর হার ১৭ এবং ক্যারিবীয় অঞ্চলে ১৫ শতাংশ বেড়েছে। অন্যত্র স্থিতি অবস্থায় আছে। ইউরোপের দু’টি দেশ গ্রীস ও সাইপ্রাসে মাতৃ মৃত্যূর হার বেড়েছে। তবে বিশ্বের সংঘাত কবলিত গরিব দেশগুলো মাতৃ মৃত্যুর হার সবচেয়ে বেশি। ২০২০ সালে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে ৭০ শতাংশ বৃদ্ধি রেকার্ড করা হয়। সেখানকার মৃত্যুর হার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তুলনায় ১৩৬  গুণ বেশি।

সংঘাত কবলিত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, শাদ, কঙ্গো প্রজাতন্ত্র, সোমালিয়া, সাউথ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেনে মাতৃ মৃত্যুর হার বৈশ্বিক গড় হারের দ্বিগুণ।

এসআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়