শিরোনাম

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২০ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোট থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি বাদ দিচ্ছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি পাঁচ ডলারের নোট থেকে বাদ দেবে অস্ট্রেলিয়া। এর পরিবর্তে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে সম্মান জানাতে নতুন ছবি ছাপানো হবে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। রাইজিংবিডি.কম

রিজার্ভ ব্যাঙ্ক অব অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তটি ফেডারেল সরকারের সাথে পরামর্শের পর গ্রহণ করা হয়েছে। নোটের অন্য দিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছবি থাকবে।

গত বছর রানি এলিজাবেথের মৃত্যু অস্ট্রেলিয়ায় সাংবিধানিক রাজতন্ত্রের ভবিষ্যত নিয়ে বিতর্কের জন্ম দেয়। ১৯৯৯ সালের গণভোটে ভোটাররা ব্রিটিশ রাজাকে রাষ্ট্রপ্রধান হিসাবে বহাল রাখাকে বেছে নিয়েছিল।

অস্ট্রেলিয়ার নতুন সরকার নতুন করে গণভোটের জন্য চাপ দিচ্ছে। মধ্যবামপন্থি লেবার সরকার আদিবাসী জনগণকে স্বীকৃতি দিতে সংবিধান সংশোধন করতে চাইছে।

অস্ট্রেলিয়া সরকার রানির মৃত্যুর পর বলেছিল, রাজা চার্লস তৃতীয়ের ছবি পাঁচ ডলারের নোটে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন করবে না। 

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়