শিরোনাম
◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৩ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুরকিনা ফাসোতে সশস্ত্রবাহিনীর হামলায় নিহত ২৮

সশস্ত্রবাহিনীর হামলায় নিহত

মিহিমা আফরোজ: বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় সেনা ও বেসামরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। গত সোমবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে নাইজার সীমান্তের কাছাকাছি ফালানগৌতৌতে সামরিক বাহিনীর একটি কমব্যাট ইউনিটে সশস্ত্র হামলা হয়। এ ঘটনায় ১০ সেনাসহ স্বেচ্ছাসেবক বাহিনীর দুই যোদ্ধা ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। হামলার পর ১৫ হামলাকারীর মরদেহও পাওয়া গেছে। আল-জাজিরার

আইভরি কোস্ট সীমান্তের কাছাকাছি দেশটির দক্ষিণাঞ্চলীয় ক্যাসকেডস অঞ্চলের গভর্নর কর্নেল জ্য চার্লস দিত ইয়েনাপোনো সোম বলেন, অস্ত্রধারীরা দুটি যাত্রীবাহী গাড়ি আটকায়। গাড়ি দুটিতে আট নারী ও ১৬ পুরুষ ছিলেন। পরে নারীদের ও একজন পুরুষকে ছেড়ে দেয় তারা। বাকিদের হত্যা করা হয়। ৩০ জানুয়ারি লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে তাদের মৃতদেহ পাওয়া যায়। তাদের শরীরে গুলির ক্ষত ছিল।

এ হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন বুরকিনা ফাসো এবং প্রতিবেশী মালি ও নাইজার আল কায়েদা এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। এই সশস্ত্র গোষ্ঠী বুরকিনা ফাসোর অনুর্বর, প্রধানত উত্তরাঞ্চলের গ্রাম এলাকা দখলে নিয়েছে এবং শত শত গ্রামবাসীকে হত্যা করেছে। এদের সহিংসতার জেরে প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া সশস্ত্র গোষ্ঠী অনেক শহর ও গ্রাম অবরুদ্ধ করে রেখেছে। এতে শহর ও গ্রামগুলোর বাসিন্দারা তীব্র খাদ্য সংকটে পড়েছেন।

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়