শিরোনাম
◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

নেতানিয়াহুর বিরুদ্ধে জেরুজালেমে হাজার হাজার মানুষের বিক্ষোভ

রাশিদুল ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ তেল আবিব নতুন করে বিক্ষোভ করেছে। নেতানিয়াহুর সরকার ইসরায়েলের বিচার বিভাগের সংস্কারের জন্য যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে নেতানিয়াহু বলেন, ‘আমি আবারও সকল ইসরায়েলির প্রতি আহ্বান জানাই- আইন নিজের হাতে তুলে নেবেন না।’ জেরুজালেম পোস্ট/পারসটুডে

বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহু এবং তার উগ্রবাদী মন্ত্রিসভা সুপ্রিম কোর্টকে নিজেদের পক্ষে আনার জন্য এই সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। গত মাসে নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের বিরুদ্ধে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতরাতে নতুন করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নিয়ে এক এনজিও কর্মী বলেন, ‘আমরা একটি অবৈধ মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য এখানে এসেছি এবং এই বিক্ষোভ থামবে না।’ আরেক ব্যক্তি বলেন, ‘আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী ভুল করছেন, আমার মনে হয় আমরা খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছি।’ নেতানিয়াহু উগ্রবাদী কিছু লোকজনকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন এবং তাদের দাবিদাওয়া পূরণ করার জন্য এমন কিছু করতে হবে যা আদালতে টিকবে না। এজন্য তারা বিচার বিভাগের সংস্কার করতে চাইছেন যাতে আদালতকে মন্ত্রিসভার অধীনে আনা যায়। বিষয়টি ইসরায়েলিরা মানতে চাইছেন না। এছাড়া, নেতানিয়াহুর বিরুদ্ধে আগের যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলোও যাতে বিচারের আওতায় আনা না যায়- বিচার বিভাগের সংস্কারের মধ্য দিয়ে তার চেষ্টা করছেন তিনি।

এদিকে গত শুক্রবার জেরুজালেমে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন নেতানিয়াহু। ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানের কয়েকদিনের মধ্যেই দিন দু’য়েক আগে জেরুজালেমের একটি ইহুদি উপসনালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হন। এ ঘটনায় সন্দেহভাজন ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরই দ্রুত ও কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে সেনা সংখ্যা আরও শক্তিশালী করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়