শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৮:২৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার হাতে মোবাইল দেখেছেন কখনও? প্রশ্ন মোদীর

নরেন্দ্র মোদী

হ্যাপি আক্তার: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি বৈদ্যুতিক যন্ত্রের প্রতি আকর্ষণ মানুষকে ক্রীতদাসে পরিণত করে! তিনি বলেন, আমার হাতে কখনও মোবাইল দেখেছেন? কিন্তু আমি সামাজিক মাধ্যমে খুব সক্রিয়। সে জন্য একটি নির্দিষ্ট সময়সূচি বেঁধে দিয়েছি। আনন্দবাজার

শুক্রবার (২৭ জানুয়ারি) দিল্লিতে ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে পরীক্ষার্থীদের উদ্দেশে নরেন্দ্র মোদী বলেন, প্রত্যেক বাড়িতেই একটা করে ‘টেকনোলজি ফ্রি জ়োন’ রাখা উচিত। তিনি পরামর্শ দেন ‘প্রযুক্তি বর্জিত অঞ্চলে’ মোবাইল, কম্পিউটার-সহ সব যন্ত্র ব্যবহার বন্ধ থাকবে।

ভারতীয় রাজনীতিকদের মধ্যে নেটমাধ্যম ব্যবহারে প্রথম সারিতে মোদী। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি বৈদ্যুতিন যন্ত্রের প্রতি আকর্ষণ মানুষকে ক্রীতদাসে পরিণত করে! সপ্তাহে এক দিন কিংবা দিনে কয়েক ঘণ্টা ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকার অভ্যাস তৈরি করারও পরামর্শ দেন তিনি। 

এ প্রসঙ্গে নিজের উদাহরণ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমার হাতে কখনও মোবাইল দেখেছেন? আমি কিন্তু সামাজিক মাধ্যমে খুব সক্রিয়। কিন্তু আমি সে জন্য একটি নির্দিষ্ট সময়সূচি বেঁধে দিয়েছি।

অভিভাবকদের পড়াশোনার জন্য সন্তানকে চাপ না দিতে পরামর্শ দিয়ে তিনি বলেন, ওদের উপর প্রত্যাশার বোঝা চাপিয়ে দেবেন না। নিয়মকানুনের পাশাপাশি, শিক্ষকদের মোবাইল দেখে না পড়ানোর পরামর্শও দেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে দেশটির প্রধান বলেন, সম্ভব হলে ওদের হাতে কিছুটা টাকা দেবেন। ঘুরে আসতে বলুন। আর ফিরে আসার পর জানতে চাইবেন, ওরা বাইরে থেকে কী শিখে এসেছে। জ্ঞান এবং সাংস্কৃতিক যোগাযোগের সুযোগ বাড়াতে মাতৃভাষার পাশাপাশি, পাশ্ববর্তী রাজ্যের ভাষা শেখার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এইচএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়