শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুলের ধারাবাহিকতার অভাব আছে, ‘ভারত জোড় যাত্রা’ নিয়ে নাম না-করে কটাক্ষ শাহর

অমিত শাহ

রাশিদুল ইসলাম: রাহুল গান্ধীর ‘ভারত জোড়’ যাত্রা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথে হাঁটলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত মালব্যর মত বিজেপি নেতারা ইতিমধ্যে কংগ্রেসের ‘ভারত জোড়’ যাত্রাকে ‘ভারত তোড় যাত্রা’ বলে কটাক্ষ শুরু করেছেন। আর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীর পদযাত্রাকে সমালোচনায় ভরিয়ে দিয়েছিলেন। যাত্রাপথে রাহুলের সঙ্গে মেধা পাটকরও যোগ দেওয়ায় তীব্র সমালোচনা করেছিলেন রাহুল ও মেধার। পারসটুডে

সেই পথে না-হেঁটে এবার রাহুলের যাত্রার প্রশংসাই করলেন অমিত শাহ। তিনি বলেন, ‘যখন কেউ কঠোর পরিশ্রম করে সেটা ভালো। কিন্তু, লাগাতার প্রচেষ্টা দরকার। আর, সেটাই ফলদায়ক। এখন দেখা যাক, কী হয়।’ আহমেদাবাদে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারের ফাঁকে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শাহ একথা জানান।

আগামী ১ এবং ৫ ডিসেম্বর দুই দফায় গুজরাট বিধানসভা নির্বাচন। এই প্রসঙ্গে বলতে গিয়ে শাহ আপ এর বদলে কংগ্রেসকেই গুরুত্ব দেন। তিনি বলেন, ‘এখনও কংগ্রেসই প্রধান বিরোধী দল। কিন্তু, সেই দল এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর গুজরাটেও সেই সংকট দেখা যাচ্ছে।’ গুজরাট বিধানসভায় মোট আসনসংখ্যা ১৮২। সেখানে ক্ষমতাসীন বিজেপিকে আপ বড় সমস্যায় ফেলবে বলেই দাবি উঠতে শুরু করেছে কেজরিওয়াল শিবিরের পক্ষ থেকে। কিন্তু, সেই দাবিকে আমল দিতে নারাজ অমিত শাহ।

তিনি বলেন, ‘প্রত্যেক দলের দেশের সব প্রান্তে কাজ করার অধিকার আছে। কিন্তু, সেই পার্টিকে গ্রহণ করবে কি না, সেটা সম্পূর্ণই জনগণের ব্যাপার। ফলের জন্য অপেক্ষা করুন। দেখবেন, আপের কোনও প্রার্থীই জিততে পারেননি। আর মানুষ জানে, কেউ যদি বাজেটের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেয়, পূরণ করতে পারে না। গুজরাটের কোথাও বাসিন্দাদের মনে আপের জায়গা নেই।’

বর্তমানে গুজরাটজুড়ে লাগাতার প্রচার চালাচ্ছেন অমিত শাহ। দিনে পাঁচটা করে নির্বাচনী সভা করছেন। তারই ফাঁকে দাবি করলেন, ‘গুজরাটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাবে। আমাদের দলের ওপর মানুষের পূর্ণ বিশ্বাস আছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপরও পূর্ণ আস্থা আছে। তাই হারের প্রশ্নই নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়