শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলে রাশিয়ার কাছে ৩০-৪০ শতাংশ ছাড় চাইলো পাকিস্তান

ইমরুল শাহেদ: পাকিস্তানের প্রস্তাবিত এই ছাড় দিতে অস্বীকার করেছে রাশিয়া। এই ব্যাপারে রাশিয়া বলেছে, এখনই তা নিয়ে আলোচনা সম্ভব নয়। কারণ যে পরিমাণ মজুদ আছে, তার জন্য অঙ্গীকার করা আছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দি নিউজ। জিওটিভি

এ বিষয়ে মস্কো আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন পেট্রোলিয়ামের প্রতিমন্ত্রী মুসাদিক মালিক, যুগ্মসচিব ও মস্কোয় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। কোনো আশা উদ্দীপক আশ্বাস ছাড়াই আলোচনা শেষ হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে পাকিস্তানের প্রস্তাবটি বিবেচনা করার আশ্বাস দিয়েছে। পরে বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে বলে প্রতিনিধি দলকে বলা হয়েছে।

কয়েকটি সূত্র জানিয়েছে, রাশিয়া শেষ পর্যন্ত সেই অফারই দিতে পারে যে দামে বড় দেশগুলোর কাছে তেল বিক্রি করছে। রাশিয়া বলেছে, তাদের কাছে এই মুহূর্তে যে তেল মজুদ আছে সেটা বড় বড় ক্রেতাদের কাছে বিক্রি হয়ে গেছে। তাদের সুবিধা মতো পাকিস্তানকে জানাবে তারা।

রাশিয়া বলেছে, পাকিস্তানকে প্রথমে করাচি থেকে লাহোর, পাঞ্জাব পর্যন্ত পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইনের ফ্ল্যাগশিপ প্রকল্পের প্রতি তার প্রতিশ্রুতিকে সম্মান করতে বলে। তবে আলোচনায় উঠে এসেছে পিএসজিপি প্রকল্পের বিষয়টি। পাকিস্তান বলেছে এই প্রকল্পের মডেল তারা পরিবর্তন করতে চায়। এ ব্যাপারে রাশিয়া বলেছে, এই প্রকল্পটির মডেল চূড়ান্ত করা আছে এবং শুধু কার কত শেয়ার থাকবে সেটা চূড়ান্ত করা হয়নি।

পাকিস্তানের প্রতিনিধি দলটি মস্কো গেছে ২৯ নভেম্বর। তিনদিনের এই সফরের উদ্দেশ্য ছিল ছাড় মূল্যে জ্বালানি তেল আমদানি, কিভাবে মূল্য পরিশোধ করতে হবে এবং কবে নাগাদ শিপমেন্ট হবে-এসব বিষয়গুলো আলোচনা করা। 

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাশিয়ান অপরিশোধিত তেল পাকিস্তানের শোধনাগারগুলিতে প্রক্রিয়া করা যেতে পারে এবং অতীতে একটি বেসরকারী শোধনাগার প্রস্তুত পণ্য সরবরাহের জন্য রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার করেছিল।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়