শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:৪১ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়াকে শান্তি প্রস্তাব দেওয়ার আগে

ইলন মাস্ককে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির

ভলোদিমির জেলেনস্কি-ইলন মাস্ক

ইমরুল শাহেদ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছে শান্তি প্রস্তাব দেওয়ার আগে ইলন মাস্ককে ইউক্রেন সফরের আহবান জানিয়েছেন। তিনি বলেন, দেখে যান চলমান যুদ্ধে দেশটির কতোটা ক্ষয়-ক্ষতি হয়েছে, তাহলে কথা বলতে সুবিধা হবে। ইয়ন

তিনি ইউইয়র্ক টাইমসের এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছেন। ইলন মাস্ক গত মাসে ইউক্রেনের জন্য শান্তি প্রস্তাবের একটি পরিকল্পনার কথা বলেছেন। তার মধ্যে ইউক্রেনের দখল করে নেওয়া ভূমি ছেড়ে দেওয়ার কথাও রয়েছে। ক্রেমলিন তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

জেলেনস্কি বলেন, ‘যদি ক্ষতির পরিমাণ বুঝতে হয়, তাহলে আপনাকে এসে দেখে যেতে হবে, রাশিয়া কি করেছে এবং সেটা আপনি নিজের চোখেই সব কিছু দেখতে পাবেন। তারপরই আপনি বলুন কিভাবে এই যুদ্ধের পরিসমাপ্তি হতে পারে - কে যুদ্ধ শুরু করলো এবং কিভাবে সেটা শেষ হবে।’

মাস্কের মালিকানাধীন স্পেস এক্স ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস পরিচালনা করে। চলমান যুদ্ধের সময় দেশের জ্বালানি অবকাঠামো ধ্বংসের মধ্যে এটি সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য ডিজিটাল লাইফলাইন হিসাবে আবির্ভূত হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘আমদের জনগণ লড়াই করছে মূল্যবোধ, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। এটা ইউক্রেন নয়, গোটা বিশ্বেই সেটা হচ্ছে। যদি ইউক্রেন এই যুদ্ধে টিকে থাকতে না পারে তাহলে সেটা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত সেপ্টেম্বর মাসে স্পেস এক্স থেকে পেন্টাগনে একটি পত্র পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, স্টারলিংক থেকে ইউক্রেনে সার্ভিস দেওয়া সম্ভব নয়। প্রতি মাসে সেনাবাহিনী যদি কয়েক মিলিয়ন ডলার না দেয় তাহলে তার পক্ষে অর্থ যোগান দেওয়া সম্ভব হবে না। তিনি উল্লেখ করেন, বাইডেন প্রশাসনকে অতীতের জন্য অর্থ দিতে বলা হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য তার পক্ষে অর্থায়ন সম্ভব নয়।’

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়