শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোরদো প্ল্যান্টে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির দাবি ইরানের

রাশিদুল ইসলাম: ভূগর্ভস্থ পরমাণুকেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে ইরান। ফোরদো পরমাণুকেন্দ্রে চলছে ইউরেনিয়াম তৈরির কাজ। একটা সময় ইরান বলেছিল, ২০ শতাংশ  ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে এগোচ্ছে তারা। কিন্তু এখন তেহরান দাবি করেছে, ফোরদো পরমাণুকেন্দ্রে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির কাজ সফল হয়েছে। দি ওয়াল 

তেহরান সরকার গোপনে পরমাণু কর্মসূচি নিয়ে এগোচ্ছে, এই সন্দেহ থেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি তাদের উপর প্রবল চাপসৃষ্টি করেছিল। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। পরমাণু কর্মসূচির উপর নজরদারি করে থাকে যে আন্তর্জাতিক সংস্থা, সেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তেহরানকে যাবতীয় পরমাণু কর্মসূচি থেকে সরে আসার কথা বললেও, ইরান বলছে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যে তারা এ কর্মসূচি অব্যাহত রাখবে। ইরান যাতে গোপনে পরমাণু বোমা বানানোর প্রস্তুতি চালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করিয়েছিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র সাবেক ট্রাম্প সরকারের আমলে নিজেই এ চুক্তি থেকে একতরফা বের হয়ে আসে। এমনকি, ইরান থেকে সমস্ত মজুত তেজস্ক্রিয় ইউরেনিয়াম আইসোটোপ নিয়ে চলে যাওয়া হয়েছিল। 

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইরানকে সার্টিফিকেট দিয়েছে যে বিদ্যুতের চাহিদা মেটাতে ইরানের ২০ শতাংশের বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে। তবে পরমাণু বোমা তৈরি করতে গেলে ৯০ শতাংশ বা তার বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। এখনও তেহরান সেই দক্ষতা অর্জন করতে পারেনি বলেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মত। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস সেন্ট্রিফিউজে ঢুকিয়ে, পরমাণু ফিশনের জন্য সবচেয়ে উপযুক্ত আইসোটপটি আলাদা করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হয়। এটি ইউ -২৩৫ নামে পরিচিত। পরমাণু বোমা বানাতে গেলে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার তা এখনও অবধি ইরানে নেই বলেই মনে করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়