শিরোনাম
◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (১৬ জানুয়ারি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসময় তিনি মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ার পর উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানজুড়ে সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরান বারবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দেশটিতে অশান্তি উসকে দেওয়া এবং ইসলামি প্রজাতন্ত্রের জাতীয় একতা ক্ষুণ্ণ করার চেষ্টা করার অভিযোগ করে আসছে।

জুনে ইরান ও ইসরাইল সংক্ষিপ্ত যুদ্ধের মুখোমুখি হয়। ওই সময় ইসরাইল প্রথমবারের মতো ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাতে আক্রমণ চালায়। যুক্তরাষ্ট্রও সংক্ষেপে এই হামলায় অংশগ্রহণ করে এবং ইরানের তিনটি বড় পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।

শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে এই ফোন করা হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন, ‘এ অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় পুতিন দুই দেশের মধ্যে ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন বলে ক্রেমলিন জানিয়েছে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পেজেশকিয়ান রাশিয়ার জন্য জাতিসংঘে ইরানের সমর্থনের প্রশংসা করেছেন।

ইরান রাশিয়ার একজন কৌশলগত অংশীদার এবং যেকোনো সংঘাত যা দেশটির প্রো-মস্কো নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে, তার বিষয়ে রাশিয়া সতর্ক।

এই ফোনকল রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের পরিস্থিতি নিয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য এবং প্রতিবাদ শুরু হওয়ার পর ইরানের সঙ্গে মস্কোর প্রথম প্রকাশ্য সংযোগ।

রাশিয়া ইসরাইলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করেছে, যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সমালোচনা এই সম্পর্ককে কিছুটা জটিল করেছে।

শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার সময় ক্রেমলিন জানিয়েছে, ‘মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত।’ তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট উদ্যোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এক সিনিয়র সৌদি কর্মকর্তা এএফপিকে জানান, সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর হামলা বন্ধ করতে কথাবার্তা বলার চেষ্টা করেছে, যাতে ‘এ অঞ্চলে মারাত্মক প্রভাব এড়ানো যায়’। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়