শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়কের সঙ্গে স্টেজে নাচল রোবট

বিশ্বব্যাপী রোবটের ব্যবহার শুধু বেড়েই চলছে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রোবট ব্যবহার করা হচ্ছে না। এবার চীনে এক কনসার্টে ‘সহশিল্পী’ হিসেবে কয়েকটি রোবটকে বেঁছে নিয়েছেন এক গায়ক। যেটি তার সঙ্গে গানের তালে তালে নেচেছে। রোবটের পাশাপাশি ছিল মানব নৃত্যশিল্পীরাও। তবে সবার নজর ছিল এসব রোবটে।

সংবাদমাধ্যম ফিউচারিজম জানিয়েছে, চীনের চেংডুতে ‘বেস্ট প্লেস ট্যুর’ কনসার্টে রোবট ব্যবহার করা হয়। রোবটগুলোর শরীরে পরানো হয়েছে পোশাক। যা এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে।

‘ওপেন ফায়ার’ নামে একটি গানের তালে তালে নাচে তারা। মানুষদের পাশপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে রোবট যে ব্যবহার করা যায়, সেটি দেখানো ছিল এ কনসার্টের অন্যতম লক্ষ্য।

পারফরমেন্সের ভিডিওটি এক্স এবং ইনস্টাগ্রামে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি টেসলার মালিক ইলন মাস্কও এটি দেখে মন্তব্য করেছেন— "অসাধারণ"। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এতো বেশি শেয়ার হয়েছে যে, সবাই এখন চীনের রোবট প্রযুক্তির সাথে আমেরিকার টেসলা 'অপ্টিমাস'-এর তুলনা করছে।

সামাজিকমাধ্যমে একজন লিখেছেন, “নৃত্যশিল্পীদের জায়গা নিয়ে নিলো কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবটগুলোর নাচ দেখুন!” আরেকজন লিখেছেন, “২০২৬ সালে হয়ত রোবটের ব্যবহার আরও দেখা যাবে।”

তবে কিছু মানুষ আবার মন্তব্য করেছেন, তাদের কাছে মানব নৃত্যশিল্পীদের পারফরমেন্সই বেশি সাবলীল মনে হয়। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়