এল আর বাদল : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নসিরজাদে বলেছেন, কেবল আমরাই ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিয়েছি। ইহুদিবাদী ইসরায়েল কোনো স্থানে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারলে সাধারণত সেখান থেকে পিছু হটে না এমনকি যুদ্ধবিরতিও মেনে নেয় না। যদিও কখনো তারা এটা করে তাহলে বুঝতে হবে তারা বাধ্য হয়েছে, নিরুপায় হয়ে এটা করেছে।
১২ দিনের যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক, প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক সক্ষমতা দখলদার ইসরায়েলকে মারাত্মক ক্ষতির সম্মুখীন করেছিল, এর ফলে তারা যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়। এটা ইরানের শক্তি ও সক্ষমতার প্রমাণ।
দখলকৃত ভূখণ্ডে সামরিক সরঞ্জাম পরিবহন স্থগিত করল লুফথানসা
জার্মানির বৃহৎ এয়ার কার্গো সংস্থা লুফথানসা কার্গো ঘোষণা করেছে, তারা দখলকৃত ভূখণ্ডে অর্থাৎ ইসরায়েলে যাওয়া বা সেখান থেকে আসা সকল সামরিক ও নিরাপত্তা সম্পর্কিত সরঞ্জাম পরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখবে। কোম্পানির এই তাৎক্ষণিক সিদ্ধান্ত যুক্তরাজ্যের "এক্সপোর্ট কন্ট্রোল অর্ডার"–সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞার কারণে নেওয়া হয়েছে।
হামাস: আমরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের জন্য প্রস্তুত
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাযেম কাসেম বলেছেন, আমরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও আমরা এখনো শারম আল-শায়খ চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে অটল আছি।
ট্রাম্প: জেলেনস্কি এখনো শান্তি পরিকল্পনা গ্রহণে প্রস্তুত নয়
রোববার মার্কিন প্রেসিডেন্ট ,ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে বলেছেন, তিনি এখনো যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য প্রস্তুত নন। ট্রাম্প দাবি করেন, রাশিয়া এই প্রস্তাবে রাজি, ইউক্রেনের জনগণও এটিকে সমর্থন করে, কিন্তু তিনি নিশ্চিত নন জেলেনস্কি এতে সম্মত হবেন কি না।
ইরাক: হিজবুল্লাহ ও আনসারুল্লাহকে সন্ত্রাসী ঘোষণা করার কোনো সিদ্ধান্ত ছিল না
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, হিজবুল্লাহ (লেবানন) ও আনসারুল্লাহ (ইয়েমেন)–কে সন্ত্রাসী সংগঠন ঘোষণার কোনো সরকারি সিদ্ধান্ত কখনোই ছিল না। তিনি জানান, কিছু পক্ষ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ইরাক সরকার এসব সংগঠনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক অবস্থান গ্রহণ করেনি এবং ইরাকে কোনো তাদের কোনো আর্থিক সম্পদ নেই যাতে নিষেধাজ্ঞা আরোপ করা যায়।
বেনিনের প্রেসিডেন্ট: সেনাবাহিনী বিদ্রোহীদের শেষ ঘাঁটিও নিয়ন্ত্রণে নিয়েছে
ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে বেনিনের প্রেসিডেন্ট পাত্রিস তালোন বলেছেন, সশস্ত্র বাহিনী পুরো আনুগত্য ও নিষ্ঠার সঙ্গে এই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং বিদ্রোহীদের শেষ প্রতিরোধ কেন্দ্রগুলোও নিয়ন্ত্রণে নিয়েছে।