শিরোনাম
◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে? ◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতিনের নৈশভোজে আমন্ত্রণ পেলেন শশী থারুর, বাদ পড়লেন রাহুল গান্ধী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে ভারতে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রাষ্ট্রীয় নৈশভোজে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে দলটির এমপি শশী থারুরকে এই নৈশভোজে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

থারুর আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে আমি জানি না। কীসের ভিত্তিতে আমন্ত্রণপত্র জারি করা হয়েছে, তাও জানি না। তবে আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ করছি।'

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কংগ্রেস নেতা শশী থারুরের সঙ্গে তার দলের সম্পর্কের অবনতি হয়েছে গত ছয় মাস ধরে। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা-কল্পনা ছড়িয়েছে।

মল্লিকার্জুন খাড়গে এর আগে অভিযোগ করেছিলেন, খোদ সরকার থেকেই সফররত প্রেসিডেন্ট পুতিন এবং বিরোধী নেতাদের মধ্যে বৈঠককে নিরুৎসাহিত করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পার্লামেন্টের বাইরে খাড়গে বলেছেন, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময়কার ঐতিহ্য অনুসারে, সফররত রাষ্ট্রপ্রধানরা বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করতেন। কিন্তু আজকাল... সরকার পরামর্শ দেয় যে, বিদেশি নেতারা দেখা করবেন না।

এদিকে, কয়েক মাস ধরে শশী থারুর নরেন্দ্র মোদির প্রশংসা করে আসছেন এবং সরকারের সমালোচনার বদলে পক্ষপাতী হয়ে কথা বলছেন বলে জানা গেছে। লোকসভায় চারবারের কংগ্রেস এমপির এমন আচরণে দলের নেতারা 'দ্বিধাগ্রস্ত'।

এই মাসের শুরুতেও 'ভারতীয় রাজনীতি একটি পারিবারিক ব্যবসা' শীর্ষক একটি প্রবন্ধে থারুর কংগ্রেসের মতো পরিবার-নেতৃত্বাধীন দলগুলোর তীব্র সমালোচনা করেন।

তবে গত জুন মাসে কংগ্রেসের সঙ্গে নিজের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে থারুর বলেছিলেন, মোদির প্রশংসা করা মানেই 'তার দলে যোগদানের জন্য আমার লাফিয়ে ওঠার লক্ষণ নয়...যেমনটি কিছু লোক ইঙ্গিত করছেন।' 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়