শিরোনাম
◈ ই-কমার্সে প্রতারণা ঠেকাতে আসছে নতুন আইন, থাকছে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা ◈ বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবে: তারেক রহমান ◈ কী ছিল শি জিনপিংয়ের গোপন চিঠিতে, যার ফলে ভারত ও চীন সম্পর্কে বরফ গলে  ◈ নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব (ভিডিও) ◈ আইসিইউতে নুরুল হক নুর: সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক ◈ নুরকে হাসপাতালে দেখতে এসে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল ◈ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টায় ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা ও বল প্রয়োগ করে: আইএসপিআর ◈ নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ পল্টনে ফের র.ক্তা.ক্ত সংঘর্ষ: হলুদ হেলমেটধারীরা কারা?" ◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২৮ বছর পর মাদাগাস্কারকে রাজার খুলি ফিরিয়ে দিল ফ্রান্স

এক শতাব্দীরও বেশি সময় পর অবশেষে মাদাগাস্কারকে ফেরত দিল ফ্রান্স তিনটি মানব খুলি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত সোমবার ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

ধারণা করা হচ্ছে, এগুলো ১৯ শতকের সাকালাভা জনগোষ্ঠীর রাজা টোয়ারা, এবং তাঁর সঙ্গে যুদ্ধ করা দুই সেনার। ঔপনিবেশিক সময়ে ১৮৯৭ সালের আগস্টে ফরাসি সেনারা রাজা টোয়ারাকে হত্যা করে শিরশ্ছেদ করে। এরপর তাঁর খুলি যুদ্ধলব্ধ ট্রফি হিসেবে নিয়ে যাওয়া হয় প্যারিসের জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে। সেখানে ১২৮ বছর ধরে সংরক্ষিত ছিল এগুলো।

ফ্রান্স ২০২৩ সালের ৮ ডিসেম্বর একটি নতুন আইন পাস করে, যাতে বলা হয়—ফরাসি সরকারি সংগ্রহে থাকা ৫০০ বছরের কম বয়সী যেকোনো মানব দেহাবশেষ সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো যাবে। এর আগে প্রতিটি দেহাবশেষের জন্য আলাদা আইন করতে হতো।

ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি এক বিবৃতিতে বলেন, “এই খুলিগুলো যে প্রক্রিয়ায় ফরাসি জাদুঘরে গিয়েছিল, তা মানবাধিকারের লঙ্ঘন ও মানব মর্যাদার প্রতি চরম অসম্মান। এগুলো ঔপনিবেশিক সহিংসতারই প্রতিফলন।”

প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দায়িত্ব নেওয়ার পর থেকেই আফ্রিকায় ফ্রান্সের ঔপনিবেশিক ভুলগুলো স্বীকার করে আসছেন। চলতি বছরের এপ্রিলে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভো সফরকালে তিনি দেশটির ওপর ফরাসি শাসনকে রক্তাক্ত ও মর্মান্তিক বলে স্বীকার করে ক্ষমা প্রার্থনার প্রয়াস দেখান।

মাদাগাস্কারের সংস্কৃতি মন্ত্রী ভোলামিরান্তি ডোনা মারা বলেন, “এই খুলিগুলো ফেরত দিয়ে ফ্রান্স ইতিহাস গড়ল। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার যুগ শুরু হবে।”

১৯৬০ সালে ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে মাদাগাস্কার। ফেরত আনা খুলিগুলো রোববার দ্বীপটিতে পৌঁছাবে এবং সেখানে ধর্মীয় রীতিতে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়