শিরোনাম
◈ কাগজ দেওয়ার নাম করে বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে চড় মারেন যুবক ◈ দীর্ঘায়ুর মানচিত্রে নতুন সংযোজন সিঙ্গাপুর, স্বাস্থ্যনীতি ও টেকসই নগরায়ণে বিশ্বের ষষ্ঠ ‘ব্লু জোন ◈ এবার বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল, বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর ◈ রোনালদোর আল নাসর সৌদি সুপার কাপের ফাইনালে ◈ দেশের ৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ◈ স্প‌্যা‌নিশ লি‌গে ‌রিয়াল মা‌দ্রিদের ক‌ষ্টের জয় ◈ ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনার কবলে, ১৭ শিশুসহ নিহত ৭১ ◈ ঐতিহাসিক সাফল্য: প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে বাংলাদেশ, অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’ ◈ ‌ক্রিকে‌টের উন্নয়‌নে খে‌লোয়াড়‌দের দেয়া পরামর্শ অনুযায়ী কাজ করবে বি‌সি‌বি : আ‌মিনুল ইসলাম ◈ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অসুস্থ, ইউনাইটেড হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ১২:৩৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াদ থেকে মক্কা—সবুজে ঢাকতে সৌদি আরবের নতুন উদ্যোগ

দেশের শুষ্ক ও মরুময় শহরগুলোকে সবুজে রূপ দিতে অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। দেশটি এবার কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে নতুন পানির উৎস ও বনাঞ্চল গড়ে তুলতে চায়।

প্রথম ধাপে রিয়াদ, কাসিম, হাইল, মক্কা, আল বাহা ও আসির অঞ্চলে এই কার্যক্রম শুরু হয়েছে। পরে ধীরে ধীরে পুরো রাজ্যেই এ প্রকল্প সম্প্রসারণ করা হবে। এর লক্ষ্য হলো- বৃষ্টিপাত বৃদ্ধি, মরুকরণ রোধ, খরা মোকাবিলা এবং প্রাকৃতিক পরিবেশ পুনর্গঠন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষায়িত বিমান দিয়ে পরিবেশবান্ধব উপাদান মেঘে ছড়িয়ে কৃত্রিম বৃষ্টি নামানো হচ্ছে। এতে মেঘের ভেতরের প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবর্তন এনে বৃষ্টিপাত দ্রুত ও কার্যকরভাবে সম্ভব হচ্ছে।

এই কর্মসূচি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভিশন ২০৩০-এর অংশ। গত বছর থেকেই দেশটি নিজস্ব প্রযুক্তি, উড়োজাহাজ ও জনবল দিয়ে প্রকল্পটি সম্পূর্ণ জাতীয় সক্ষমতায় বাস্তবায়ন শুরু করেছে।

ক্লাউড সিডিং কর্মসূচির নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আইমান আল বার জানান, সৌদিতে ক্লাউড সিডিং প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল ১৯৮৬ সালে। পরে ২০০৪ সালে আসির এবং ২০০৬ সালে মধ্যাঞ্চলে গবেষণা চালানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা হয় ২০২২ সালে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৭৫২টি ফ্লাইটে ১,৮৭৯ ঘণ্টা কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি গবেষণার জন্য ৫১টি বিশেষ ফ্লাইট সম্পন্ন হয়েছে। সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় চলতি আগস্টে রামাহ গভর্নরেটে, যেখানে এক ঘণ্টা ২০ মিনিটের উড্ডয়নে মেঘে পানির পরিমাণ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা জানান, গ্রীষ্মকালে ক্লাউড সিডিং তুলনামূলক কঠিন। কারণ এ সময় উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় ঠান্ডা মেঘের সৃষ্টি কম হয়। তাই বিকল্পভাবে ক্লাউড বেস সিডিং ও ক্লাউড টপ সিডিং কৌশল ব্যবহার করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়