বিষাক্ত মদ পান করে কুয়েতে ১০ জন প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের কেউ কেউ ভারতের মালয়ালি জাতিগোষ্ঠীর বলে ধারণা করা হচ্ছে। তবে সকলের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বুধবার (১৩ আগস্ট) কুয়েতের স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিষাক্ত মদ পানকারী আরও বেশ কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মদের বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। মদগুলো কোথা থেকে কেনা হয়েছে সেটিও নিশ্চিত হওয়া গেছে।
গত রোববারের এ ঘটনায় প্রায় ১৫ জন প্রবাসীকে ফারওয়ানিয়া এবং আদন হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে ১০ জন প্রাণ হারায়। প্রবাসীদের প্রাণহানির ঘটনার কারণ জানতে ইতোমধ্যে অধিকতর তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।