শিরোনাম
◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে ◈ ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ দর্শনা সীমান্তে দিয়ে ২২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ ◈ এনজিও’র ঋণের চাপে কুমিল্লায়  মা-মেয়ের আত্মহত্যা ◈ গ্যাস্ট্রিক, ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিকসহ ৩৩ ওষুধের দাম কমলো ◈ পীরগঞ্জ সীমান্তে ৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ ◈ পটুয়াখালী চরগরবদি-বগা ফেরিঘাটের ইজারা বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত, কারণ দর্শানোর নোটিশ জারি ◈ চারদিকে ভঙ্গুর সড়কে বেহাল কুমিল্লা নগরী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০১:৫৯ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা সংকট মোকাবেলায় ইরান ও মালয়েশিয়ার ইসলামী ঐক্যের আহ্বান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গাজায় মানবিক বিপর্যয় বন্ধে ঐক্যবদ্ধ ইসলামী পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

গতকাল বুধবার সকালে পেজেশকিয়ান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একটি ফোনালাপে গাজায় চলমান মানবিক বিপর্যয় রোধে ইসলামী দেশগুলির সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ‘‘গাজায় ইহুদিবাদী শাসনতন্ত্রের নৃশংসতা যে কোনও মুক্ত মানুষের কাছে অগ্রহণযোগ্য। আমি আশা করি ইসলামী দেশগুলি গাজায় এই অপরাধের ধারাবাহিকতা রোধে সক্রিয় কূটনীতি এবং সমন্বিত চাপের সাথে কাজ করবে এবং ঐক্য ও দায়িত্বের সাথে তাদের মোকাবেলা করবে।’’

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদা নিপীড়িত ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষা করেছে এবং অন্যান্য ইসলামী দেশগুলিকে ফিলিস্তিনি জনগণ এবং গাজার সমর্থনে আরও শক্তিশালী ও আরও সক্রিয় অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে।

গাজায় ইহুদিবাদী শাসনতন্ত্রের অপরাধ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা কার্যকর করতে হবে’’ বলেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় ইসরায়েলি সরকারের নৃশংসতার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়ার সরকার ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি জোরালো বিবৃতি দিয়েছে এবং গাজায় গণহত্যা বন্ধে সক্রিয়ভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

‘‘আমরা আশা করি, অন্যান্য ইসলামী দেশগুলির সহযোগিতা এবং সংহতির মাধ্যমে আমরা এই অপরাধের অবসান ঘটাতে পারব’’, বলেন তিনি। সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়