শিরোনাম
◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ◈ সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:৩৩ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলের বিরুদ্ধে মুসলিমদের বিশ্বের যৌথ পদক্ষেপের আহ্বান

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে ইসলামি দেশগুলোর তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার তুর্কি প্রতিপক্ষ হাকান ফিদানের সাথে টেলিফোনে কথা বলার সময় এই আহ্বান জানান।

উল্লেখ্য, পালাক্রমে এখন তুরস্ক ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সভাপতিত্বের দায়িত্ব পালন করছে।

ফোনালাপের সময় দুই শীর্ষ ইরানি ও তুর্কি কূটনীতিক দ্বিপাক্ষিক সম্পর্ক, সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। দুই মন্ত্রী এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি, বিশেষ করে গাজার অসহায় জনগণের উপর ইহুদিবাদী ইসরাইলের তীব্র আক্রমণ এবং সিরিয়ার বিরুদ্ধে সামরিক আগ্রাসন নিয়েও মতবিনিময় করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধ এবং ক্রমবর্ধমান গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন, বিশেষ করে ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি জনগণকে পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার।

আরাগচি ইসলামী দেশগুলির গুরুতর ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার এবং ওআইসি শীর্ষ সম্মেলন সহ ইসলামী দেশগুলির জরুরি বৈঠক আহ্বান করেন। তিনি গাজায় গণহত্যা বন্ধ করতে এবং অঞ্চলজুড়ে দখলদার শাসকগোষ্ঠীর সামরিক আগ্রাসন মোকাবেলায় আঞ্চলিক পরামর্শমূলক ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তার পক্ষ থেকে গাজা ও সিরিয়া উভয় স্থানে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অপরাধ ও হামলার নিন্দা জানান। তিনি ইসরায়েলি শাসকগোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে ইসলামী দেশগুলির সমন্বিত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। সূত্রঃ মেহর নিউজ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়