শিরোনাম
◈ ৩০ জুন সোমবার বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার  ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২, খাদ্যের জন্য অপেক্ষমাণ ত্রাণপ্রার্থীরাও রক্ষা পাননি ◈ সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের! (ভিডিও) ◈ বৃহত্তর জোট গঠনের চেষ্টায় ইসলামী দলগুলো, প্রাথমিক আলোচনা চলছে ◈ নবীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় সেনা-পুলিশ-র‌্যাবের যৌথ অভিযান, আটক ১৩ ◈ পটুয়াখালীর রাঙ্গাবালীতে তরুণীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, নেপথ্যে কি? ◈ সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও আহত ৫ ◈ বাহরাইনকে ৭-০ গো‌লে হা‌রি‌য়ে এশিয়ান কাপের বাছাই শুরু বাংলাদেশ নারী দ‌লের ◈ বিমানবন্দরে ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ ◈ এনবিআরের কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার

প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রা‌শিয়ায় স্বামীস্ত্রীদের দৈ‌হিক মিলনের জন্য ১২ সে‌প্টেম্বর ছুটি দেয় সরকার, ৯ মা‌সে সন্তান হ‌লে পুরস্কারও দেয়া হয়

এল আর বাদল : কোনও মহান ব্যক্তিত্বের জন্মদিন, কোনও উৎসব, কোনও আধ্যাত্মিক উৎসব, প্রথা পালন বা অন্য অনেক কারণে বিভিন্ন দেশে বছরের বেশ কয়েকটা দিন ছুটি থাকে। তা দেশ ভেদে আলাদা হয়। তবে কারণ মোটামুটি এরমধ্যেই ঘোরাঘুরি করে।

তবে রাশিয়ায় ১২ সেপ্টেম্বর যে ছুটি পালিত হয় তা কোনও চেনা পরিচিত কারণে থাকেনা। কোনও উৎসব বা মহান ব্যক্তির জন্মদিন বা কোনও সনাতনি প্রথা পালনের জন্য ওইদিনের ছুটিটা বরাদ্দ নয়। তাহলে কেন ছুটি? সে কারণ জানলে অনেকেই বিশ্বাস করতে পারবেননা।

রাশিয়ায় ওইদিন ছুটি। কারণ সরকার ওইদিনটা স্বামীস্ত্রীদের নিশ্চিন্তে একান্তে কাটানোর সুযোগ দেয়। শুধু একান্তে কাটানোই নয়, সরকার চায় ওইদিন তাঁরা দৈহিক মিলনের মধ্যে দিয়ে সন্তানধারণের চেষ্টা যেন করেন। সেটাই ছুটির প্রধান কারণ।

এই ছুটি কনসেপশন ডে নামে খ্যাত। প্রতিবছর ১২ সেপ্টেম্বর এই ছুটিটা পান রাশিয়ার মানুষ কারণ সে দেশে নারী পুরুষের অনুপাত নিয়ে চিন্তিত খোদ সরকার। সন্তান হোক, দেশের জনসংখ্যা বৃদ্ধি হোক, এটা চায় রাশিয়ার সরকার।

তাই নিশ্চিন্তে দৈহিক মিলনের জন্য একটা দিন ছুটি ঘোষণা করেছে তারা। ১২ সেপ্টেম্বর এই ছুটি কাটানোর পর যদি তার ৯ মাস পর কোনও দম্পতির সন্তান হয় তাহলে তাঁদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তাঁরা যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের প্রশাসন এই পুরস্কার প্রদানের দায়িত্ব নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়