শিরোনাম
◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ◈ সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় অবস্থিত ৬৭ তলা আকাশচুম্বী ভবন ‘মারিনা পিনাকল’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) গভীর রাতে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ছুটে গিয়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটির ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভবনের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস (ডিএমও)। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে এক্স-এ দেওয়া একটি পোস্টে ডিএমও জানায়, বিশেষায়িত দলগুলো ৬৭ তলা ভবনের সব বাসিন্দাকে সফলভাবে সরিয়ে নিয়েছে এবং পুরো সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

রাত ২টা ৯ মিনিটে আরেকটি পোস্টে ডিএমও জানায়, অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল ঘটনাস্থলে রয়েছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের শারীরিক ও মানসিক সহায়তা দিচ্ছেন। পরবর্তী পোস্টে (রাত ২টা ২১ মিনিটে) ডিএমও নিশ্চিত করে, বিশেষ ইউনিটের সহায়তায় মারিনা পিনাকলের ৭৬৪টি অ্যাপার্টমেন্ট থেকে ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কারও কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।

এর আগেও মারিনা পিনাকল ভবনে আগুন লেগেছিল। খালিজ টাইমস-এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালের মে মাসে ভবনের ৪৭ তম তলায় একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত, পরে ৪৮ তম তলায় ছড়িয়ে পড়ে। তবে সেবারও দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনে দুবাই সিভিল ডিফেন্স।

ডিএমও জানিয়েছে, বাসিন্দাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ ভবনের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করবে বলেও জানিয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়