শিরোনাম
◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানকে অস্ত্র এবং সরঞ্জাম দেওয়া হয়নি, দাবি তুরস্কের

ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক অতীতে পাকিস্তানকে বিভিন্ন ভাবে সামরিক সাহায্য করেছে। তাই ইস্তানবুলের দাবি, সত্যি কি না, তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্টই।

ভারতের বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তান সেনাকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দেওয়ার ‘খবর’ অস্বীকার করল তুরস্ক। সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোয়ানের সরকার মঙ্গলবার জানিয়েছে, তাদের একটি বিমান জ্বালানি ভরার উদ্দেশ্যে পাকিস্তানের বিমানবন্দরে নেমেছিল।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তুরস্কের হারকিউলিস-১৩০ পরিবহণ বিমান অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নিয়ে ২৭ এপ্রিল পাকিস্তানে গিয়েছিল। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইস্তানবুল। সরকারি এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘এমন দাবির কোনও সত্যতা নেই।’’ ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক অতীতে পাকিস্তানকে বিভিন্ন ভাবে সামরিক সাহায্য করেছে। তাই ইস্তানবুলের দাবি, সত্যি কি না, তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্টই।


তুরস্ক ‘এশিয়া নিউ ইনিশিয়েটিভ’-এর মঞ্চ গড়ে ভারতের প্রতিবেশী ইসলামি রাষ্ট্রগুলির সঙ্গে কট্টরবাদের সেতু রচনা করে সম্পর্ক শক্তিশালী করেছে বলে অভিযোগ। তারা যে অস্ত্র সরবরাহ করে পাকিস্তানকে, তা কার্যকরী তো বটেই। উপরন্তু সেগুলির একাংশ সন্ত্রাসবাদের জন্যই বিশেষ ভাবে তৈরি করা বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশের মত। ঘটনাচক্রে, তুরস্ক সরকার পহেলগাঁও সন্ত্রাসের পরেই নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছে দু’পক্ষকে। প্রেসিডেন্ট এর্ডোয়ান বলেন, ‘‘পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই তুরস্ক দ্রুত পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়