শিরোনাম
◈ ইউএস-বাংলাকে ২৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নেপালের আদালতের নির্দেশ: কাঠমান্ডু পোস্ট ◈ জুলাই গণ-অভ্যুত্থান: গত ১১ মাসে মামলা ১৬০১, চার্জশিট ১২ ◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস ◈ ভুয়া জুলাই শহীদ শনাক্ত: অনুদান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ফাঁস প্রতারণা ◈ লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী, ভবিষ্যৎ অনিশ্চিত ৮ বছরের মেয়ের ◈ দাউদকান্দিতে কুখ্যাত অপরাধী আল-মামুনকে কুপিয়ে হত্যা ◈ ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল ◈ নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক উদ্ধার: পার্বতীপুরে হাতেনাতে ধরা পড়ল চালক ও চোরচক্রের সদস্য ◈ কুড়িগ্রাম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত: ভাড়াটে ডিএমএফ-এর অবহেলায় রোগীর মৃত্যু ◈ ৩৫% মার্কিন শুল্কে ধসে পড়তে পারে রপ্তানি, ঘুষ বেড়েছে পাঁচগুণ, আক্রান্ত সুশাসন: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৩১ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সায়েম শেখ (১৬) ও আশিক মাতুব্বর (১৭) নামের দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  ভাঙ্গা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তারা। 
 
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে ভাঙ্গা পৌর সদর এলাকার কলেজ রোডের কাওসার মোল্লার হোটেলের সামনে ওই দুজন পরীক্ষার্থীকে ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। 
 
গুরুতর আহত দুই পরীক্ষার্থী সায়েম শেখ ও আশিক মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি পরীক্ষা থাকায় দুই পরীক্ষার্থী আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাড়ি থেকে একটি ভ্যানযোগে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসছিল। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের ফাহিম নামের এক যুবক তাদের ভ্যানের গতিরোধ করে ধারালা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।  স্থানীয় জনগণ তাদেরকে রক্তাক্ত  উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। 
 
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিত মল্লিক জানান, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়