শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপিও আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতে সমঝোতা স্বাক্ষর

ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্বাক্ষরিত এ স্মারক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতের প্রথম ধাপ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সমঝোতা স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং ইউক্রেনের পুনর্গঠনের জন্য বিনিয়োগ তহবিলের পথ প্রশস্ত হবে বলে আমরা আশাবাদী। পোস্টে তার ও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের আলাদাভাবে স্বাক্ষর করার ছবি জুড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, বেসেন্টের সঙ্গে একটি অনলাইন কলের মাধ্যমে ওই স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তিনি বলেন, এটি (সমঝোতাটি) মূলত আমাদের আগে ঐকমত্য হওয়া বিষয় নিয়ে। প্রেসিডেন্ট (ভলোদিমির জেলেনস্কি) যখন এখানে ছিলেন, তখন আমাদের একটি সমঝোতা স্মারক হয়েছিল।

তিনি আরো জানান, আমরা সরাসরি মূল চুক্তির দিকেই এগিয়ে গিয়েছি এবং আমার মনে হয় এটা ৮০ পৃষ্ঠার চুক্তি হবে- আর সেটাই আমরা স্বাক্ষর করব।

এই সমঝোতা স্বারকে সইইয়ের পদক্ষেপ এমন এক চুক্তির দিকে এগোচ্ছে, যার ফলে ইউক্রেইনের গুরুত্বপূর্ণ খনিজসম্পদ, তেল ও গ্যাসে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। বণিক বার্তা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়